পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সংকটে সৌমিত্র চট্টোপাধ্যায়, রাখা হতে পারে ইনভেসিভ ভেন্টিলেটর সাপোর্টে - সৌমিত্র চ্যাটার্জির খবর

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সংকটে । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাইপ‍্যাপ-এ কাজ না হওয়ার কারণে তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

soumitra chatterjee health update
soumitra chatterjee health update

By

Published : Oct 13, 2020, 3:09 PM IST

Updated : Oct 13, 2020, 4:57 PM IST

কলকাতা, 13 অক্টোবর : সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখনও সংকটে । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বাইপ‍্যাপ-এ কাজ না হওয়ার কারণে তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রবীণ এই অভিনেতাকে যে কোনও মুহূর্তে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হতে পারে, তা গত রবিবারেই হাসপাতাল সূত্রে জানা গেছিল । অন্যদিকে এটাও জানা গেছে যে, ফের একবার তাঁর COVID-19 টেস্টও করানো হবে ।


COVID-19-এ আক্রান্ত 84 বছর বয়সি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে গত ছয় অক্টোবর দক্ষিণ কলকাতার মিন্টোপার্কের কাছে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে ভরতি করানো হয় । শেষ যে খবর পাওয়া গেছে তাতে অভিনেতার শারীরিক অবস্থা সংকটে রয়েছে । এখনও তিনি আচ্ছন্নতা,অস্থিরতার মধ্যে রয়েছেন । তাঁর শরীরে সোডিয়াম, পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক নয়‌ । গতকাল অর্থাৎ সোমবার রাতে প্রবীণ এই অভিনেতাকে বাইপ‍্যাপের সাপোর্টে রাখা হয় । হাসপাতাল সূত্রে খবর, এই নন-ইনভেসিভ ভেন্টিলেটরের মাধ্যমে সেভাবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায়, প্রবীণ এই অভিনেতাকে ইনভেসিভ ভেন্টিলেটর সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আরও পড়ুন : ভালো নেই সৌমিত্র, জানাল হাসপাতাল কর্তৃপক্ষ


গত 10 এবং 11 অক্টোবর, এই দু'দিন প্রবীণ সৌমিত্রকে প্লাজ়মা থেরাপি দেওয়া হয়েছিল । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি করানো হলেও, তাঁর COVID-19-এর সংক্রমণ দেরিতে নির্ণয় হয়েছে । এ দিকে, শুধুমাত্র ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজ়িস (COPD) নয়, সৌমিত্রর অন্য আরও কয়েকটি কোমোরবিডিটি রয়েছে । যার মধ্যে রয়েছে টাইপ টু ডায়াবেটিস, হাইপারটেনশন এবং হৃদযন্ত্র সংক্রান্ত সমস্যা । এর পাশাপাশি তিনি প্রস্টেট ক্যান্সারের রোগী । এ সব মিলিয়ে, এই অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকরা এখনও উদ্বেগে রয়েছেন বলে জানা গিয়েছে । 15 জন ডাক্তারের মেডিকেল টিম তাঁকে পরীক্ষা করছেন ।

দেখুন ভিডিয়ো..

সৌমিত্র চট্টোপাধ্যায়ের আরোগ্য কামনা করে ETV ভারত সিতারা ।

Last Updated : Oct 13, 2020, 4:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details