কলকাতা : দেশে-বিদেশে বিভিন্ন ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত ও প্রশংসিত হওয়ার পর এবার কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে স্পেশাল স্ক্রিনিং হতে চলেছে 'উড়োজাহাজ' ছবিটির।
ছবির গল্প এক গ্রামের গ্যারাজ মেকানিককে কেন্দ্র করে। সে স্বপ্ন দেখে যে একদিন সে কোনও উড়োজাহাজে উড়বে ও সঙ্গে তার পরিবারকেও নিয়ে যাবে।..এই নিয়েই এগোবে গল্প। সেই মেকানিকের চরিত্রে অভিনয় করেছেন চন্দন রায় সান্যাল। তিনি বলেন, "বুদ্ধদার সঙ্গে কাজ করা কোনও অভিনেতার পক্ষেই স্বপ্ন সত্যি হওয়ার মতো একটা ব্যাপার। একজন অভিনেতা হিসেবে আমার টুপিতে যেন একটা পালক যুক্ত হল। ওঁর সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ, এর দু'বছর আগে আমি 'টোপ' ছবিতে কাজ করেছি বুদ্ধদার সঙ্গে।"