কলকাতা : অনেক অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে ফাঁসি হল নির্ভয়াকাণ্ডের চার দোষীদের । এই খবরে ছেয়ে গেছে সারা দেশের সমস্ত সংবাদমাধ্যম । সোশাল মিডিয়া উপচে পড়ছে প্রতিক্রিয়ায় । আমাদের কাছে নিজেদের মত প্রকাশ করলেন একাধিক টলিউড ব্যক্তিত্ব । তাঁরা প্রত্যেকেই নারী ও যে কোনও সামাজিক বিষয় নিয়ে খুবই ভোকাল ।
আমরা কথা বলেছিলাম অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে । ফাঁসি নিয়ে দু'টি বিষয়ে কথা বলেছেন সুদীপ্তা । বলেছেন, "দুটো অ্যাঙ্গেল আছে । একটা হল, যতই হোক লোকগুলো কাল পর্যন্ত বেঁচে ছিল, আজ আর বেঁচে নেই । আমরা তো মানুষ । সকলে নৃশংস হয়ে যায়নি । মৃত্যু একটা মেলানকোলি । এটা বললে লোকে হইহই করে উঠবে । এটা যেমন ঠিক, এটাও তো ঠিক, যে এই শাস্তির প্রয়োজন ছিল । আর কারও জন্য না হলেও, মেয়েটির বাবা-মায়ের জন্য দরকার ছিল, তাঁর পরিবারের জন্য দরকার ছিল । এতদিন ধরে এত নাটক হচ্ছে । এখন তো মেয়েটাও ফিরে আসবে না । কাল থেকে এসব বন্ধও হয়ে যাবে না । আমরা সকলেই ভীষণ অবলীলায় রাত দুটোর সময় রাস্তা দিয়ে ঘুরে বেড়াব । কিন্তু কোথাও একটা আশ্বস্ত মনে হচ্ছে, যে এটা যদি বিচার পাওয়ার পদ্ধতি হয়, তাহলে নির্ভয়া বিচার পেয়েছে ।"