কলকাতা : সেলেব্রিটিদের বিয়ে বা কোনও অনুষ্ঠান হলে সবার আগে দৃষ্টি গিয়ে পড়ে তাঁদের পোশাকে । কী পরলেন, কেমনভাবে ক্যারি করলেন, কত দাম, কোন ডিজ়াইনার..এই সমস্ত প্রশ্ন উঠতেই থাকে লাগাতার । তবে অনুষ্ঠানের আগেই জানা গেল সৃজিত-মিথিলার পোশাকের খুঁটিনাটি । কীভাবে ? পোশাকের দায়িত্বে থাকা বিখ্যাত ডিজ়াইনার শর্বরী দত্তর সঙ্গে কথা বলল ETV ভারত সিতারা ।
শর্বরী আমাদের জানালেন, "সৃজিতের হাইট, ওঁর ব্যক্তিত্ব এবং অনুষ্ঠানের ধার ও ভার মাথায় রেখেই পোশাক নির্বাচন করেছি । প্রথমে ওঁদের আমার এক্সিস্টিং কালেকশন থেকে পোশাক নির্বাচন করতে বলি । ওঁরা কিছু শর্টলিস্ট করেন । বুঝতে পারি, মিথিলার লাল শাড়ির সঙ্গে মানানই পোশাক চাইছেন সৃজিত ।" রেজিস্ট্রির দিনও লাল শাড়ি পরেছিলেন মিথিলা । এবারও তাঁর শাড়ির রঙ লালই হতে চলেছে সেটা বোঝা গেল ।
সৃজিতের ইচ্ছা অনুযায়ী একটা সাজেশন দেন শর্বরী । তিনি বলেন, "আমি সাজেস্ট করি আমার একটি ডিজ়াইন । হেভিলি এমব্রয়েডারড । লাল সুতোর প্রাধান্য আছে তাতে । সেইসঙ্গে লাল ধুতি, অবশ্যই এমব্রয়েডারড এবং কোঁচকানো । তবে রেডি টু ওয়ার করে দিচ্ছি ধুতিটা, এত অতিথি সামলে আর আলাদা করে ধুতি নিয়ে ভাবতে হবে না ওঁকে ।"
তবে আসল চমক অন্য জায়গায় । পোশাকটি ডিজ়াইন করা হচ্ছে সৃজিতের পরবর্তী ফিল্মের কথা মাথায় রেখে । শর্বরী জানিয়েছেন, "সৃজিতের পরবর্তী ফিল্মের আভাস থাকবে পোশাকে । শুনলাম ওঁর পরবর্তী ফিল্ম কাকাবাবুকে নিয়ে । এমব্রয়েডারির মাধ্য়মে সেই ফিল্মের আভাস ফুটে উঠবে পোশাকে ।"
তবে শুধু সৃজিত নয়, শর্বরীর টাচ থাকবে মিথিলার পোশাকেও । যদিও মিথিলার শাড়ি পূর্ব নির্ধারিত, তাও তাঁর জন্য একটা দোপাট্টা বা চাদর ডিজ়াইন করেছেন এই বিখ্য়াত ডিজ়াইনার । নবদম্পতিকে অনেক শুভেচ্ছা জানালেন শর্বরী দত্ত ।