পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

জন্ম একইদিনে, রোশন আর শ্রাবন্তী মেতে উঠলেন জন্মদিন পালনে - Tollywood

একই দিনে জন্ম শ্রাবন্তী ও রোশনের। যদিও জন্ম তারিখ ১৩ অগাস্ট, তাও আগের দিন থেকেই নবদম্পতি মেতে উঠলেন বার্থডে সেলিব্রেশনে।

শ্রাবন্তী

By

Published : Aug 12, 2019, 11:54 PM IST

কলকাতা: কথায় আছে অভিনেত্রীদের বয়স বাড়ে না, আর তাই বোধহয় আজও অভিনেত্রী শ্রাবন্তী চিরনবীন। অভিনয় জীবনে 23 বছর পার করেও তাঁর প্রতি দর্শকের ভালোবাসা আজও অমলিন। আগামীকাল অভিনেত্রীর জন্মদিন। আর সেই উপলক্ষে তাঁর ফ্যান ক্লাবের পক্ষ থেকে এদিন আয়োজন করা হয়েছিল এক সেলিব্রেশনের। তবে শুধু শ্রাবন্তী নন, আগামীকাল জন্মদিন তাঁর স্বামী রোশন সিংয়েরও। একই সঙ্গে তাই জন্মদিন পালনে সামিল বার্থডে কাপল।

শ্রাবন্তীকে এদিন লাগছিল বেশ। ঝলমলে সোনালি রঙয়ের পোশাকের সঙ্গে কমপ্লিমেন্ট করছিল রোশনের দেওয়া সোনার হার। অন্যদিকে রোশন একেবারে ক্যাশুয়াল, স্মার্ট। দু'জনের বডি ল্যাঙ্গুয়েজে প্রকাশ পাচ্ছিল তাঁদের কেমিস্ট্রি।


ভিডিয়োতে তোলা রইল এই বিশেষ অনুষ্ঠানের মুহূর্ত..

দেখে নিন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details