পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শিক্ষকদিবসে স্কুল ও নাট্যদলের ছাত্র-ছাত্রীদের মিস করছেন 'পুটুপিসি' সোহিনী - teacher's day sohini sengupta

প্রত্যেকবছর আজকের দিনে সোহিনীর স্কুলে ছাত্রছাত্রীরা কিছু না কিছু করে শিক্ষকদের জন্য । নাটক পরিবেশনা করা হয় । গিফটও দেয় বাচ্চারা । তারপর বিকেলে নান্দীকার-এ পালিত হয় শিক্ষক দিবস । সকাল থেকেই ফোন ভেসে যায় মেসেজের বন্যায় । এবার শুধুমাত্র ফোনেই প্লাবন । উদযাপনও ওই মুঠোফোনেই ।

putu pishi sohini school teachers day
putu pishi sohini school teachers day

By

Published : Sep 5, 2020, 5:01 PM IST

কলকাতা : বরানগরের রাজকুমারী মেমোরিয়াল গার্লস হাইস্কুলের ইংরেজির দিদিমণি সোহিনী সেনগুপ্ত 'খড়কুটো'র পুটুপিসি । দর্শকমনে তাঁর যাতায়াত অনায়াস । একজন অবিবাহিত, কড়া শাসনে বিশ্বাসী দিদিমণি পুটুপিসির মনটা কিন্তু সোনা দিয়ে বাঁধানো । সেটা দর্শক ইতিমধ্যেই টের পেয়েছেন । বাস্তবে পুটুপিসি কিন্তু সত্যিকারের শিক্ষিকা । শুরুতেই বলা হয়েছে, দীর্ঘবছর ধরে বরানগরের মেয়েদের নামকরা স্কুল রাজকুমারী মেমোরিয়ালে শিক্ষকতা করেন তিনি । প্যান্ডেমিকের জন্য স্কুল বন্ধ, তাই অনস্ক্রিনেই তিনি পুটুপিসির বেশে শিক্ষিকতার সাধ পূরণ করছেন । আজ শিক্ষক দিবস । ছাত্রছাত্রীদের কতখানি মিস করছেন সৌহিনী ? খোঁজ নিল ETV ভারত সিতারা ।



প্রত্যেকবছর আজকের দিনে সোহিনীর স্কুলে ছাত্রছাত্রীরা কিছু না কিছু করে শিক্ষকদের জন্য । নাটক পরিবেশনা করা হয় । গিফটও দেয় বাচ্চারা । তারপর বিকেলে নান্দীকার-এ পালিত হয় শিক্ষক দিবস । সকাল থেকেই ফোন ভেসে যায় মেসেজের বন্যায় । এবার শুধুমাত্র ফোনেই প্লাবন । উদযাপনও ওই মুঠোফোনেই । তবে ছাত্রছাত্রীদের খুবই মিস করেছেন সোহিনী । আমাদের বলেন, "এই বছরটা তো সবই আলাদা । কি আর বলব ।"

কথায় কথায় নিজের স্কুলজীবনের স্মৃতিরোমন্থন করতেও ভুললেন না সোহিনী । অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলে পড়তেন । সেখানে এইদিনে সব বাচ্চাদের খাওয়ানো হত । টিচাররা লজেনস দিতেন । অভিনেত্রী বললেন, "যে টিচাররা আমার প্রিয় হয়ে উঠতেন, তাঁদের জন্য আমি কিছু না কিছু নিয়ে যেতাম, পেন বা গোলাপ ফুল ।"

কে ছিলেন তাঁর প্রিয় টিচার, সোহিনী বলেন, "প্রিয় টিচারের লিস্টটা বারবার পালটেছে । খুব ছোটোবেলায় আমার প্রিয় ছিলেন মিতা মিস । খুব সুন্দরী ছিলেন । লম্বা ছিলেন, মাথায় টপনট বেঁধে আসতেন । খুব এলিগেন্টভাবে সাজতেন । ঝরঝরে ইংরেজিতে কথা বলতেন । সেই সময় আমার মনে হয়েছিল তিনি আমার প্রিয় টিচার । আমি ওঁর থেকে খুব প্রভাবিত ছিলাম । আমাকে ভীষণ ভালোবাসতেন ।"

.
এছাড়াও স্কুলে বিভিন্ন শিক্ষকরা ছিলেন, যাঁরা প্রিয় ছিলেন সোহিনীর । স্কুলের প্রধান শিক্ষকও তাঁকে ভীষণ ভালোবাসতেন । তাঁর লেখা কার্ড সোহিনী এখনও যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছেন । ছোটোবেলায় খুব একটা শান্ত ছিলেন না সোহিনী । তাই জন্য আরও বেশি ভালোবাসা পেয়েছেন, মনে করেন অভিনেত্রী । আজ শিক্ষক দিবসে সোহিনী নিজেকে এবং ছাত্র-ছাত্রীদের এটাই বলতে চান, "প্রত্যেকে যেন কোনও না কোনও সার্ভিসের মধ্যে দিয়ে বাঁচি । এটা খুব দরকার । আমি যেহেতু একটা মিশনারি স্কুলে বড় হয়েছি, এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল । সবার কথা ভাবা প্রয়োজন ।" আর সব শিক্ষকদের উদ্দেশে তিনি বলেছেন, "সব সময় ইন্সপায়ার করুন । বকাবকি নয় । বাচ্চাদের ভালোবাসুন ।"

ABOUT THE AUTHOR

...view details