কলকাতা : 7 জানুয়ারি বাবাকে হারিয়েছেন সোহিনী । তাঁর বাবা মলয় সরকারের বয়স হয়েছিল 59 বছর । সিনিয়র সিটিজেন হওয়ার আগেই এই পৃথিবী ছাড়লেন মলয়বাবু । ETV ভারত সিতারার কাছে শোকপ্রকাশ করলেন সোহিনী ।
বাবাকে হারালেন অভিনেত্রী সোহিনী সরকার - sohini sarkar latest news
আমাদের প্রত্যেকের জীবনেই এক নেপথ্য নায়ক থাকেন, যিনি সারা জীবন অন্তরালে থেকেই আমাদের সাহস জুগিয়ে যান । তাঁকে আমরা বাবা বলে ডাকি । বাবাকে হারানো মানে পিছন থেকে যেন এক স্তম্ভকে হারানো । অভিনেত্রী সোহিনী সরকার তেমনই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে ।
sohini sarkar latest news
সোহিনী বললেন, "7 জানুয়ারি বাবা আমাদের ছেড়ে চলে গেছেন । বাবা অফিসে গেছিলেন । সেখানেই শরীর খারাপ হয় । হাসপাতালে যাওয়ার পর ECG করতে বলেন ডাক্তার । তখনই মারা যান বাবা । আজ বাবার শ্রাদ্ধানুষ্ঠান ।"
এই অপ্রত্যাশিত মৃত্যুতে ভেঙে পড়েছেন সোহিনী । ETV ভারত সিতারার মলয় সরকারের আত্মার শান্তি কামনা করে ।