কলকাতা : আদিত্যর পরিচালনায় মুক্তি পেতে চলেছে 'শেষ মেস'। ছবিটি টেলিভিশনের একটি বেসরকারী চ্যানেলে মুক্তি পাচ্ছে। এই আদিত্যর আরও একটি পরিচয় রয়েছে। তিনি খেয়ালি দস্তিদার ও অরিন্দম গাঙ্গুলির ছেলে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অরিন্দম গাঙ্গুলি, গৌরব চক্রবর্তী, অপরাজিতা ঘোষ দাস প্রমুখ।
মেস বাড়ির নির্মল আনন্দ ফিরছে বাংলা সিনেমায় - Arindam Ganguly latest news
মেস বাড়ি নিয়ে বাংলায় যে সমস্ত ছবি হয়েছে, সেগুলো প্রতিটাই চিরনতুন হয়ে রয়েছে বাঙালি দর্শকের মননে। যেমন 'সাড়ে 74' বা 'বসন্ত বিলাপ'-এর মতো ছবি এখনও রঙিন। আবার সেই আমেজ ফিরছে বাংলা সিনেমায়। ছবির নাম 'শেষ মেস'।
অরিজিনাল বাংলা ছবি
কলকাতার মিত্তির মেসবাড়িকে কেন্দ্র করে এই ছবি। যারা এই বাড়িতে থাকেন, তারা একে অপরের সঙ্গে ঝগড়া, মারপিট, হাসি, আড্ডা, গান নিয়ে মেতে থাকেন। কিন্তু হঠাৎই এই বাড়ির মালিক মারা যান। যিনি সেই বাড়ি কেনেন, তিনি বাড়িটিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। আর এখান থেকেই শুরু হয় মেসবাড়িকে বাঁচিয়ে রাখার জন্য সদস্যদের লড়াই।
হাসির মোড়কে অনেক কঠিন মূল্যবোধের কথা ফুটিয়ে তোলা হবে 'শেষ মেস'-এ। ছবিটি মুক্তি পাবে 17 নভেম্বর।