পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কার্ডিফ আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে 'সিজ়নস গ্রিটিংস' - Rituparno Ghosh

পরিচালক রামকমল মুখোপাধ্যায় তাঁর পরবর্তী ছবি 'সিজ়নস গ্রিটিংস' উৎসর্গ করেছেন পরিচালক-অভিনেতা ঋতুপর্ণ ঘোষকে। সেই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়র হবে কার্ডিফ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

Ramkalmal Mukhopadhyay

By

Published : Sep 13, 2019, 5:18 PM IST

কলকাতা : পরিচালনার জগতে এসেই বেশ নজর কাড়ছেন রামকমল মুখোপাধ্যায়। প্রথমত 'সিজ়নস গ্রিটিংস'-এর পোস্টার লুক প্রকাশ করেছেন স্বয়ং অমিতাভ বচ্চন। আর দ্বিতীয়ত এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়র হবে কার্ডিফ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এই প্রসঙ্গে বিস্তারে কথা বললেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়।

শুটিংয়ের ফাঁকে লিলেট দুবের সঙ্গে...

এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে রামকমলের স্বল্পদৈর্ঘ্যের ছবি 'কেকওয়াক'-ও। পরিচালক বললেন, "আমার এখনও বিশ্বাস হচ্ছে না কার্ডিফ আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে আমার ছবি দুটো মনোনীত হয়েছে।" এছাড়াও 'ডাউন দ্য ক্যারাভান', 'ট্রোল ব্রিজ' বা 'আ প্রেয়ার ফ্রম ডন'-এর মতো ছবিও দেখানো হবে এই ফেস্টিভালে।

আগামী 27 অক্টোবর থেকে এক্সচেঞ্জ হোটেলে আয়োজিত হবে এই ফেস্টিভাল। সেখানে উপস্থিত থাকবেন ব্রিটিশ ও আমেরিকান চলচ্চিত্র জগতের অনেকেই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওয়াজ়ুদ্দিন সিদ্দিকি। এই সবকিছু নিয়ে উচ্ছ্বসিত উৎসবের ডিরেক্টর রাহিল আব্বাস।

ABOUT THE AUTHOR

...view details