কলকাতা : রঞ্জন ঘোষের ছবি 'আহারে'-তে একসঙ্গে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ। আবারও সেই জুটি ফিরছেন বড় পরদায়। 'একটি সিনেমার গল্প' নিয়ে।
ঋতুপর্ণা সেনগুপ্তর পরবর্তী ছবি 'একটি সিনেমার গল্প' - ekti cinemar golpo by rituparna sengupta
আবার এক অভিনেত্রীর জীবন ফুটে উঠবে আরও এক অভিনেত্রীর অভিনয়ে। ঋতুপর্ণা সেনগুপ্তের পরের ছবি 'একটি সিনেমার গল্প', ETV ভারত সিতারাকে জানালেন অভিনেত্রী নিজেই।
rituparna sengupta latest film
ছবির পরিচালক আলমগীর। ছবিটি মুক্তি পাচ্ছে 29 নভেম্বর। ঋতুপর্ণা এর আগে অনেক ছবিতেই অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছেন। 'মহানায়িকা' বা 'লাইম এন লাইট' তার মধ্যে অন্যতম। 'একটি সিনেমার গল্প'-তেও তাঁকে এক প্রতিষ্ঠিত অভিনেত্রীর চরিত্রে দেখা যাবে।
ছবিটি নিয়ে খুবই উচ্ছ্বসিত ঋতুপর্ণা। তিনি শেয়ার করলেন তাঁর অভিজ্ঞতার কথা। দেখে নিন ভিডিয়োয়...