পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'আগে আমার ডিভোর্সটা তো হোক', সন্দীপ্তাকে বিয়ে প্রসঙ্গে বললেন রাহুল - Rahul

অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবনে সাধারণ মানুষের উঁকিঝুঁকি চলতেই থাকে । তাঁদের রিয়েল লাইফে কী ঘটছে, তাই নিয়ে কৌতূহলের শেষ থাকে না । যেমন ধরুন সন্দীপ্তা সেন এবং রাহুল বন্দ্যোপাধ্যায় । তাঁদের নিজ জীবনে কতখানি প্রেম, কতখানি বন্ধুত্ব, এমনকি কবে তাঁরা বিয়ে করছেন সেই নিয়ে চর্চার শেষ নেই । তবে তাঁদের কী বক্তব্য এই নিয়ে ? ETV ভারত সিতারাকে জানালেন সন্দীপ্তা-রাহুল ।

cv
bgb

By

Published : Feb 4, 2020, 4:14 PM IST

কলকাতা : সম্প্রতি একটি ছবি রাহুল-সন্দীপ্তার সম্পর্কের গুজবকে আরও একটু উশকে দিয়েছে । ছবিটি 'আয় খুকু আয়' ধারাবাহিকের সেটে তোলা । অনেকেই ছবিটি দেখে মনে করে সেটি তাঁদের বিয়ের ছবি । তবে সত্যিই কি এই ভাবনার মধ্যে কোনও সত্যতা রয়েছে ?

সন্দীপ্তা বললেন, "ক্যাপশনে আমি পরিষ্কার করে রেখে লিখে দিয়েছিলাম, আয় খুকু আয় শুটিং মোড...সিরিয়ালের প্রোমোশনের জন্য যদি একটা ছবি পোস্ট করি, তাতে এরকম ভাবার কী আছে ? আমি নিজের বিয়ে কেন টেকনিশিয়ান স্টুডিয়োতে করব ? আসলে মানুষ সবকিছু ইম্যাজিন করছে, হ্যালুসিনেশনের পর্যায়ে চলে গেছে বিষয়টা । সেরকম এক্সট্রিম কিছু বাড়াবাড়ি হয়ে গেলে, যারা এরকম বলছেন বা ভাবছেন, তাদের আমি থেরাপি করে দেব । আমি নিজে একজন সাইকোলজিস্ট ।"


সম্প্রতি বেনারসে বেড়াতে গিয়েছিলেন সন্দীপ্তা । তিনি ঘুরতে ভালোবাসেন । মাঝেমধ্যেই দেশ-বিদেশের বিভিন্ন শহরে ছুটে যান অভিনেত্রী । সেই সব ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন । এই বেনারস ট্রিপ নিয়েও শুরু হয়েছে জল্পনা । তিনি নাকি রাহুলের সঙ্গে সেখানে গিয়েছিলেন ! সন্দীপ্তা বললেন, "আমরা কয়েকজন বন্ধু মিলে বেড়াতে গিয়েছিলাম । আসলে সকলেই আমাদের নিয়ে খুব চিন্তিত । কী করা যাবে, তাদের চিন্তার জন্য আমার খুব কষ্ট হচ্ছে ।"

রাহুলের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন নিয়ে সোজাসাপটাভাবে সন্দীপ্তা বললেন, "আমরা কখনওই বলিনি, আমাদের সম্পর্ক প্রেমের বা আমরা বিয়ে করতে চলেছি ।আমরা দু'জনেই খুব ভালো বন্ধু । যদি এরকম কিছু কখনও ঘটে, আমরা প্রেসকে ডেকে জানাবো নিজে থেকে । অনেকেই অনেকরকম কথা বলছে । এটা ভীষণই অবাক কাণ্ড ।"

একই সুর শোনা গেল রাহুলের গলাতেও। তিনি আমাদের বললেন, "কারো যদি ইমেজিনেশন খুব ঊর্বর হয়, নানারকম কিছু বলতে এবং ভাবতে শুরু করে, সেটা তো আমার আপনার হাতে নেই । যাদের যা ইচ্ছে তারা তাই বলছে । আমি শুধু এটুকুই বলতে পারি, আমি আর সন্দীপ্তা খুব ভালো বন্ধু । বন্ধু ছিলাম এবং ভবিষ্যতেও খুব ভালো বন্ধু থাকব । এই বিশ্বাসটুকু আছে ।"

সন্দীপ্তা-রাহুলের বিয়ে নিয়ে যে মানুষের মনে এত প্রশ্ন, তাই নিয়ে রাহুল বললেন, "আগে আমার ডিভোর্সটা তো হোক । আমার সঙ্গে তো প্রিয়াংকার এখনও ডিভোর্সই হয়নি । হিন্দু লিগাল অ্যাক্টে আমি তো একবারের বেশি দু'বার বিয়ে করতে পারবো না । ওটা তো অনেক দূরের কল্পনা । আগে তো ডিভোর্সটা পাকাপাকিভাবে হোক । সেটা নিয়েই তো এখন প্রচুর কেস চলছে । খুব তাড়াতাড়ি হবে বলে তো মনে হয় না । গণতান্ত্রিক দেশে অনেকেই অনেক কথা বলতে পারে । তাতে আমার কী বলার আছে? শুধু এটুকুই বলতে পারি, যদি বন্ধুত্বের বদলে অন্যকিছু হয়, ঠিক বলব । আমি কোনওদিনই নিজের ব্যক্তিজীবন লুকিয়ে রাখিনি ।"

ABOUT THE AUTHOR

...view details