পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ভাইফোঁটা স্পেশাল : পল্লবী ও শর্মিলার সঙ্গে দিন কাটালেন 'দাদা' প্রসেনজিৎ - Pallabi Chatterjee gives fonta to Prosenjit Chatterjee

আজ ভাইফোঁটা। কীভাবে এই বিশেষ দিনটা কাটল প্রসেনজিৎ চ্যাটার্জির? খোঁজ নিল ETV ভারত সিতারা।

Pallabi Chatterjee gives fonta to Prosenjit Chatterjee

By

Published : Oct 29, 2019, 8:56 PM IST

কলকাতা : টলিউডের অন্যতম হাই-প্রোফাইল ভাই-বোন প্রসেনজিৎ চ্যাটার্জি ও পল্লবী চ্যাটার্জি। কীভাবে কাটল তাঁদের এই দিনটা?

সকাল থেকে দাদার জন্য মন দিয়ে সবকিছু জোগার করলেন পল্লবী। তবে শুধু পল্লবীই নন, সঙ্গে ছিলেন শর্মিলা সিং ফ্লোরাও। তিনিও প্রসেনজিৎকে ফোঁটা দেন প্রতি বছর।

সাদা পাঞ্জাবী আর ধুতি পরে এলেন প্রসেনজিৎ। ফোঁটা নিলেন, সিঙারা-মিষ্টি খেলেন। কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে। দেখে নিন সেই ভিডিয়ো...

দেখে নিন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details