কলকাতা : ঘটনাটা আসলে কী? বিস্তারে জেনে নেওয়া যাক...
পাপিয়া অধিকারী আমাদের জানান যে, পরিচালক সুব্রতরঞ্জন দত্ত বেশ কয়েকটি ছবিতে সহ-পরিচালক হিসেবে কাজ করেছিলেন একসময়। বানিয়েছিলেন দুটি ছবিও। কিন্তু অর্থাভাবে পরিচালনার কাজকে একপ্রকার ত্যাগ করেই তিনি সিকিউরিটি গার্ডের কাজে যুক্ত হয়েছিলেন। খবরটি জনসমক্ষে আসার পর বাংলা চলচ্চিত্র জগতের অনেকেই এগিয়ে আসেন। তার মধ্যে অন্যতম একটি নতুন প্রযোজনা সংস্থা। আবার ছবি বানাতে শুরু করেন সুব্রতরঞ্জন। পছন্দের অভিনেতা ঋত্বিকের কাছে চলে যান ছবির প্রস্তাব নিয়ে। প্রথমে সেই কাজটি করতে রাজিও হয়ে যান ঋত্বিক। তবে সবটাই মৌখিক। ঋত্বিক বলেন নভেম্বরে তিনি ডেট দেবেন। ঋত্বিকের কাছ থেকে আশ্বাস পেয়েই একপ্রকার কাজটি নিয়ে এগোতে শুরু করেন সুব্রতরঞ্জন। প্রযোজকের থেকে আগাম টাকাও পেয়ে যান।
পাপিয়া আরও জানান যে, পরে যখন ঋত্বিকের সঙ্গে সুব্রতবাবু যোগাযোগ করতে যান, ঋত্বিক অসম্ভব দুর্ব্যবহার করেন তাঁর সঙ্গে। ঋত্বিক প্রথমে সুব্রতবাবুকে চিনতে অস্বীকার করেন। তারপর বলেন তাঁর সঙ্গে কাজ করতে গেলে 2021 সাল পর্যন্ত নাকি অপেক্ষা করতে হবে সুব্রতবাবুকে। ঋত্বিকের নাকি অনেক নামী পরিচালকদের সঙ্গে কাজ করার কথা হয়ে রয়েছে। আর সেই কারণে তিনি এখনই কোনও অনামী পরিচালকের সঙ্গে কাজ করতে চান না।
অনামী পরিচালকের সঙ্গে দুর্ব্যবহার ঋত্বিকের, ধিক্কার পাপিয়ার - Papiya Adhikary
অভিনেতা ঋত্বিক চক্রবর্তী নাকি দুর্ব্যবহার করেছেন পরিচালক সুব্রতরঞ্জন দত্তের সঙ্গে। এমনটাই অভিযোগ করেছেন সুব্রতরঞ্জন দত্ত। এই ঘটনার তীব্র নিন্দা করে ETV ভারত সিতারার কাছে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী।
ঋত্বিক চক্রবর্তী বিতর্ক
ETV ভারত সিতারার পক্ষ থেকে ঋত্বিকের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
Last Updated : Aug 22, 2019, 4:41 PM IST