পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

টাকিতে দুই বাংলার মেলবন্ধনের মাঝে দশমী কাটবে নুসরতের - Bengali actress Nusrat

এক নামকরা শাড়ি কোম্পানির মালিক নিখিল জৈন, অর্থাৎ নুসরত জাহানের স্বামী। দোকানে আসা গ্রাহকদের জন্য উপহারের ডালি সাজিয়ে দিলেন নুসরত-নিখিল। উপস্থিত ছিল ETV ভারত সিতারা।

Pujo Plan of Nusrat Jahan

By

Published : Sep 19, 2019, 6:54 PM IST

কলকাতা : দক্ষিণ কলকাতার ট্রায়াঙ্গুলার পার্কের এক শোরুমে সন্ধ্যে সাতটা নাগাদ ঢুকলেন নিখিল আর নুসরত। বাছাই করা লাকি কাস্টমারের হাতে তুলে দিলেন শাড়ি। প্রিয় তারকাকে সামনে থেকে দেখতে পেয়ে আপ্লুত সমস্ত গ্রাহকই। হুড়োহুড়ি পড়ে গেল সেলফি তোলার জন্য।

পুজোর পরিকল্পনা বলতে গিয়ে নুসরত বললেন, "পুজোয় আমি কখনই প্ল্যান করি না। এবারও আমি আমার বরের উপর সমস্ত প্ল্যান ছেড়ে দিয়েছি। তবে ষষ্ঠীর পর আর কোনও কাজ করছি না।"

নুসরতের কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়ছে টাকি। টাকিতে বিসর্জনের দিন জলপথে ভারত-বাংলাদেশ বর্ডার খুলে দেওয়া হয়। দুই দেশে একইসঙ্গে ঠাকুর বিসর্জন হয় কোনও রাজনৈতিক ও ধর্মীয় বিভাজন ছাড়াই। সেই মুহূর্তটার সাক্ষী থাকবেন নুসরত।

ভিডিয়োতে শুনে নিন নুসরতের বক্তব্য...

দেখে নিন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details