কলকাতা : দক্ষিণ কলকাতার ট্রায়াঙ্গুলার পার্কের এক শোরুমে সন্ধ্যে সাতটা নাগাদ ঢুকলেন নিখিল আর নুসরত। বাছাই করা লাকি কাস্টমারের হাতে তুলে দিলেন শাড়ি। প্রিয় তারকাকে সামনে থেকে দেখতে পেয়ে আপ্লুত সমস্ত গ্রাহকই। হুড়োহুড়ি পড়ে গেল সেলফি তোলার জন্য।
পুজোর পরিকল্পনা বলতে গিয়ে নুসরত বললেন, "পুজোয় আমি কখনই প্ল্যান করি না। এবারও আমি আমার বরের উপর সমস্ত প্ল্যান ছেড়ে দিয়েছি। তবে ষষ্ঠীর পর আর কোনও কাজ করছি না।"