পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ক্রাইম রিপোর্টার পরমব্রত - Parambrata Chatterjee

প্রকাশ্যে 'শকুনের লোভ' ছবির প্রথম পোস্টার । অনিন্দ্য বিকাশ দত্তর পরিচালনায় তৈরি এই ছবির মুখ্য ভূমিকায় পরমব্রত চ্যাটার্জি ।

Parambrata Chatterjee
Parambrata Chatterjee

By

Published : Jan 4, 2020, 3:12 PM IST

কলকাতা : বাংলা ছবিতে ক্রাইম জঁর নিয়ে বেশ এক্সপেরিমেন্ট হচ্ছে । তাই প্রতি বছরেই বেশ অনেক সংখ্য়ক ক্রাইম থ্রিলার মুক্তি পাচ্ছে টলিউডে । সেই তালিকায় নাম লেখাতে চলেছে 'শকুনের লোভ' । অনিন্দ্যর পরিচালনায় তৈরি এই ছবিতে পরমব্রত তো রয়েছেনই, সঙ্গে রয়েছেন জয় সেনগুপ্ত, শংকর চক্রবর্তী, তুহিনা দাস সহ আরও অনেকে ।

ছবির গল্প অনির্বাণ সেনগুপ্তকে (পরমব্রত) কেন্দ্র করে, যিনি পেশায় ক্রাইম রিপোর্টার । ব্যক্তিগত ও কাজের জগতে প্রতিদিনই সমস্যার মুখোমুখি হন অনির্বাণ । ভালো সাংবাদিক হওয়ার দৌড়ে তিনি তার প্রেমকেও জলাঞ্জলি দেন । কিন্তু, তাও তার ক্যারিয়ারে কোনও মোড় আসে না । এভাবে চলতে চলতে হঠাৎই কলকাতা শহরে ঘটে যাওয়া 16 বছরের পুরোনো একটি খুন নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য পান অনির্বাণ ।

ছবির পোস্টার..

এই ঘটনাটিই বদলে দেয় অনির্বাণের ক্যারিয়ার । ডালহৌসি চত্বরে এক পার্শি মহিলার হয়ে যাওয়া খুন অনির্বাণকে 16 বছর পরেও তাড়া করে বেড়ায় । সে কি পারবে এই খুনের কিনারা করতে ? সেই উত্তরই খুঁজবে 'শকুনের লোভ' ।

ABOUT THE AUTHOR

...view details