পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

SVF-এর সঙ্গে হাত মেলালেন নন্দিতা-শিবপ্রসাদ, আসছে ডকু-সিরিজ় - Nandita and Shiboproshad in Windows

SVF-এর ওয়েব প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পাবে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের 'উইন্ডোজ় প্রোডাকশন'-এর তৈরি একটি ডকু সিরিজ় ।

Nandita and Siboproshad with SVF
Nandita and Siboproshad with SVF

By

Published : Aug 21, 2020, 4:47 PM IST

কলকাতা : যেসব তারকারা আজ আকাশের 'তারা' হয়ে গেছেন, সেই ঋতুপর্ণ ঘোষ, পি কে ব্যানার্জি, সুপ্রিয়া দেবী, সুশান্ত সিং রাজপুত-দের উৎসর্গ করেই একটি ডকু-ফিচার তৈরি করছেন উইন্ডোজ় প্রযোজনা সংস্থার নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় । ডকু-সিরিজ়টির নাম 'তারাদের শেষ তর্পণ', মুক্তি পাবে SVF-এর হইচই প্ল্যাটফর্মে । এই প্রথম SVF-এর সঙ্গে 'উইন্ডোজ়' কোনও কাজ করছে । খোঁজ নিল ETV ভারত সিতারা ।


বারো জন তারকা, যেমন সুশান্ত সিং রাজপুত, চুনি গোস্বামী, পি কে ব্যানার্জি, ঋতুপর্ণ ঘোষ, তাপস পাল, সুনীল গাঙ্গুলী, অজয় বসু, গোপাল বসু, সুপ্রিয়া দেবী, কৃষাণু দে, মহুয়া লাহিড়ী ও কালিকা প্রসাদ ভট্টাচার্যকে সম্মান জানিয়ে এই মহালয়াতেই প্রথম 6 টি এপিসোড রিলিজ় করবে । আর কে না জানে সেদিনই তর্পণ প্রথা পালিত হয় বাংলায় । সকলে তাঁদের স্বার্গীয় প্রিয়জনদের প্রতি সম্মান জানায় । 'তারাদের তর্পণ'-এ এই গুণী মানুষদের সম্মান জানানো হবে ।

'তারাদের তর্পণ' সম্পর্কে শিবপ্রসাদ আমাদের বলেন, "এই গুণী মানুষদের অবদানকে কুর্নিশ জানাতেই আমাদের এই প্রয়াস । কিছু স্পেশাল গেস্ট এসে প্রয়াত তারকাদের নিয়ে কিছু কথা বলবেন । মহালয়াতে আমরা তর্পণ জানাব সেই সব মানুষদের যাঁরা আজ আমাদের ছেড়ে চলে গেছেন । শো-টি স্ট্রিম করানোর ব্যাপারে 'হইচই'এর থেকে ভালো প্লাটফর্ম আর পেলাম না আমরা ।"



নন্দিতা-শিবপ্রসাদদের প্রযোজনায় 'তারাদের শেষ তর্পণ' পরিচালনা করেছেন অরিত্র মুখোপাধ্যায় । ডকু-সিরিজ়ে রয়েছেন সৌরভ গাঙ্গুলি, সৌমিত্র চ্যাটার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি, জিশু সেনগুপ্ত, শ্রীজিত মুখার্জি, শতাব্দি রায়, কৌশিক গাঙ্গুলি, শাশ্বত চ্যাটার্জি, অনিন্দ্য চ্যাটার্জি, সুভাষ ভৌমিক, অপরাজিতা আঢ্য, সুব্রত ভট্টাচার্য, সুরজিৎ সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, প্রসূন ব্যানার্জি, মীর-এর মতো আরও অনেক ব্যক্তিত্ব । সেখানে রবীন্দ্রসংগীত গেয়েছেন শ্রীকান্ত আচার্য, জয়তী চক্রবর্তী, বাবুল সুপ্রিয়, রূপঙ্কর বাগচী, রাঘব চ্যাটার্জি, অদিতি গুপ্ত, দুর্নিবার, রূপা গাঙ্গুলী, ইমন চক্রবর্তী । আবৃত্তি করেছেন ব্রততী বন্দোপাধ্যায় এবং রায়া ভট্টাচার্য ।


ABOUT THE AUTHOR

...view details