পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মা নবনীতাকে লেখা চিঠি পড়তে গিয়ে চোখে জল মেয়ে নন্দনার - nabanita deb sen daughter nandana deb sen

44 তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় উপস্থিত ছিলেন নন্দনা সেন । মা নবনীতা দেবসেনের স্মৃতির উদ্দেশে কিছু কথা শেয়ার করলেন নন্দনা, পড়ে শোনালেন মাকে লেখা চিঠি । কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গেও ।

nandana deb sen in book fair
nandana deb sen in book fair

By

Published : Feb 8, 2020, 1:22 PM IST

কলকাতা : 2019 সালের 7 নভেম্বর আমাদের ছেড়ে গিয়েছেন কবি, সাহিত্যিক, শিক্ষিকা ও বিদুষী নবনীতা দেব সেন । তাঁর প্রয়াণে বাংলা সাহিত্য জগত এক রত্নকে হারিয়েছে । সদাহাস্যময় নবনীতার চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছিল তাঁর ছাত্রছাত্রী এবং সহকর্মীদের মধ্যে । তবে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিলেন তাঁর দুই কন্যা অন্তরা এবং নন্দনা । ছোটো মেয়ে নন্দনা একজন অভিনেত্রীও বটে । তবে ইদানিং অভিনয় থেকে বিরতি নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন লেখালেখির কাজে । চলতি ৪৪তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এসে মায়ের স্মৃতিচারণা করলেন নন্দনা, এই বইমেলাতেই প্রতি বছর মা আসতেন যে ! মাকে লেখা একটি চিঠিও পড়ে শোনালেন নন্দনা । পড়তে পড়তে চোথের কোণে তখন চিকচিক করছে জল, কাঁপছে গলার স্বর । তবুও নিজেকে সামলে সেই চিঠি শেষ করলেন তিনি ।

ছবি সৌজন্যে টুইটার

ছোটোবেলায় কলকাতাতেই থাকতেন নন্দনা । তাই সারা বছর বইমেলার জন্য অপেক্ষা করে থাকতেন তাঁরা । সেই স্মৃতিচারণা করে নন্দনা বললেন, "আমি ছোটোবেলায় কলকাতাতেই থাকতাম । সারাবছর বইমেলার জন্য উদগ্রীব হয়ে থাকতাম । লিস্ট বানিয়ে রাখতাম কী কী বই কিনবো, সারা বছর টাকা জমাতাম ।"

অনুষ্ঠানে নন্দনা

হাভার্ড বিশ্ববিদ্যালয়ে সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন নন্দনা । সর্বোচ্চ নম্বর পেয়ে সেখানে পুরস্কৃতও হয়েছেন, পেয়েছেন অনেক সার্টিফিকেট । তবে সাহিত্যের পাশাপাশি এক সময়ে চুটিয়ে অভিনয় করেছেন অভিনেত্রী । 1997 সালে 'দ্য ডল' বা 'গুড়িয়া' ছবির হাত ধরে সিনেমা দুনিয়ায় পদার্পণ তাঁর । দেশের বাইরে কখনও ইতালির 'ব্রানচি' বা কানাডার 'সিডিউসিং মারিয়া'-র মতো ছবিতেও অভিনয় করেছেন তিনি । সৃজিত মুখার্জির 'অটোগ্রাফ' ছবিতেও মুখ্য ভূমিকায় দেখা গেছে অভিনেত্রীকে ।

তবে এখন অভিনয় থেকে দূরে গিয়ে সাহিত্যচর্চায় মনোনিবেশ করেছেন নন্দনা । সেই সম্পর্কেও নিজের প্ল্যান জানালেন তিনি । দেখে নিন ভিডিয়োয়...

দেখে নিন ভিডিয়ো..

ABOUT THE AUTHOR

...view details