পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শুটিংয়ের নিয়মাবলী নিয়ে মিটিং টেকনিশিয়ান স্টুডিয়োয়

কীভাবে চলবে লকডাউন পরবর্তী শুটিং ? আলোচনায় বসবেন কর্তৃপক্ষ ।

Meeting to start Shooting in tollywood
Meeting to start Shooting in tollywood

By

Published : Jun 2, 2020, 2:28 PM IST

কলকাতা : আজ দুপুর 3টে নাগাদ একটি মিটিংয়ে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, চ্যানেল ও প্রোডিউসাররা তৈরি করবেন টলিপাড়ার শুটিংয়ের নিয়মাবলী । সেই নিয়মাবলী পেশ করা হবে 4 জুন, মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনে । বিষয়টি নিয়ে ETV ভারত সিতারাকে জানালেন আর্টিস্ট ফোরামের জয়েন্ট সেক্রেটারি সপ্তর্ষি রায় ।


সপ্তর্ষিবাবু আমাদের বললেন, "আমাদের এখনও শুটিং শুরু হয়নি । কারণ এখনও পর্যন্ত কোনও নিয়মাবলী তৈরি হয়নি । আজ দুপুর 3টের সময় তাই মিটিংয়ে বসছি । যদিও আজ কিছু ফাইনাল হবে না । ফেডারেশন, চ্যানেল, প্রোডিউসার, আর্টিস্ট ফোরাম, সকলে মিলে একটি SOP তৈরি করব । আমরা যে যার পয়েন্টগুলো নিয়ে সেখানে যাব । সেগুলো নিয়ে আলোচনা হবে ।

.

তিনি আরও বলেন, "সকলের থেকে মতামত নিয়ে সেগুলো এক জায়গায় করা হবে । তারপর আমরা সবগুলো পয়েন্ট 4 তারিখ মন্ত্রীর সামনে পেশ করব । সেখানে বিচার-বিবেচনা করে ওঁরা জানাবেন । সরকারি অনুমোদন নিয়েই আমরা মাঠে নামতে চাইছি ।"

এবার যে শুটিং শুরু করা দরকার, সেটা বুঝতে পারছেন সবাই । আর তাই তৎপরতার সঙ্গে কাজ করতে চাইছেন তাঁরা । সপ্তর্ষিবাবু বললেন, "কীভাবে শুটিং করতে আসা হবে, কীভাবে বসা হবে, কীভাবে মেকআপ হবে, সব বিষয়টাই বিচার করা হবে ।"

4 জুনেই জানা যাবে কী লেখা রয়েছে শুটিংয়ের ভবিষ্যতে ।



ABOUT THE AUTHOR

...view details