কলকাতা : লকডাউনের সময় বাড়িতে বসেই একটি ছবি শুট করে ফেলেছেন পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকি, নাম 'ল্যাপটপ' । দূরের মানুষ যেন এক লহমায় কাছে চলে আসে এক ছোট্ট ল্যাপটপের সৌজন্যে । আর সেই ল্যাপটপকে ঘিরেই ছবির গল্প । এই কাজে প্রেমেন্দুর পাশে এসে দাঁড়িয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । অভিনয় তো করেছেনই, সঙ্গে প্রযোজনাও করেছেন । আজ প্রকাশ্যে এল 'ল্যাপটপ'এর টিজ়ার ।
ঋতুপর্ণা আমাদের বললেন, "সাংস্কৃতিক জগতে আমি বরাবরই নতুন কিছু করতে চেয়েছি । কবিতা, অভিনয় বা ছবির মাধ্যমে কিছুটা বার্তা দিয়েছি, আর কিছুটা আড্ডার ছলে করেছি । এসব দর্শকদের কাছে পৌঁছে দিতে ভালো লাগে । তাঁরা আমাকে এত ভালোবাসেন । চাকিদা অনেকদিন ধরেই আমাকে কাজের কথা বলছিলেন । আমার এই ছবির বিষয়বস্তু খুব ভালো লাগে । যেখানে খুব সুন্দর সম্পর্কের বন্ধন আছে, মানুষ দূরে থেকেও কীভাবে কাছাকাছি থাকতে পারে, সেটা বলা হয়েছে । আজ আমাদের হিউম্যান টাচের ভীষণ অভাব । দূরে থেকে ছোটো ছোটো আনন্দগুলো আমরা ভুলে গেছি । এই ছবিটার মাধ্যমে কিছুটা হলেও দূর থেকে কাছে আসা যাবে । আমার বিশ্বাস যাঁরা দেখবেন, খুব ভালো লাগবে তাঁদের । আগেই পোস্টার লঞ্চ করেছি, এবার টিজ়ার লঞ্চ করলাম আমরা । কয়েকদিনের মধ্যেই আমরা ট্রেলার লঞ্চ করব । এটা আপনাদের একটা ছোট্ট উপহার ।"
'ল্যাপটপ'-এর টিজ়ারে মিষ্টি মনের ছোঁয়া - ঋতুপর্ণা সেনগুপ্তের ৎবর
প্রেমেন্দু বিকাশ চাকি পরিচালিক 'ল্যাপটপ' একটি লকডাউন ফিল্ম । বাড়িতে বসে বসেই শুটিং হয়েছে পুরো ছবির, বেশ অভিনব ব্যাপার বটে ! ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । অভিনয়ের সঙ্গে সঙ্গে তিনি ছবির প্রযোজনাও করেছেন ।
Rituparna Sengupta on Laptop
ঋতুপর্ণা ছাড়াও সাহেব চট্টোপাধ্যায়, সোনালি চৌধুরি, খেয়ালী দস্তিদার, অরিন্দম গাঙ্গুলি, সুমন ব্যানার্জি, জয়জিৎ ব্যানার্জি, প্রদীপ ধর, ঈশান মজুমদার, পায়েল মুখার্জি, অনিন্দিতা সাহা, নবনীতা দত্ত, জয়দীপ কুন্ডু, ইন্দ্রনীল মুখার্জি অভিনয় করেছেন 'ল্যাপটপ'-এ ।