'সোনার কেল্লা'-র মুকুলকে নিয়ে ছবি তৈরি করবেন কুশল - sonrl kella bengali film
'সোনার কেল্লা'-র সেই ছোট্ট মুকুল আজ পরিণত । অনন্ত কুশল চক্রবর্তীর কল্পনায় সেই আজ প্রাপ্তবয়স্ক । আর সেই প্রাপ্তবয়স্ত মুকুলকে নিয়েই ছবি করছেন কুশল চক্রবর্তী ।
কলকাতা : অভিনেতা কুশল চক্রবর্তীকে কে না চেনেন । সত্যজিৎ রায় পরিচালিত ফেলুদা অবলম্বনে প্রথম ছবি 'সোনার কেল্লা'-র মুখ্য চরিত্র 'মুকুল' হলেন কুশল । তাঁর অভিনীত সেই চরিত্রকে আপামর বাঙালি চেনে । বছরের-পর-বছর বাঙালি হৃদয়ে রাজ করেছে মুকুল । সেই মুকুল ধরকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্যের ফিচার ছবি তৈরি করতে চলেছেন অভিনেতা কুশল চক্রবর্তী । জানালেন ETV ভারত সিতারাকে ।
এই ছবির হাত ধরেই বড় পর্দায় পরিচালনায় ডিবিউ করতে চলেছেন কুশল । ছোটোপরদায় 'হিয়ার মাঝে', 'ধ্যাতেরিকা'র মতো ধারাবাহিক পরিচালনা করেছেন তিনি । সিনেমা এই প্রথম ।
কুশল আমাদের জানান, এই ছবিটি নিয়ে পরিকল্পনা তাঁর অনেকদিনের । লকডাউন না থাকলে এবছর পুজোর পরেই শুটিং শুরু করে দিতেন । রাজস্থানে শুটিং হওয়ার কথা । তাই গরমকালের বদলে শীতকালেই শুটিং করতে চাইছেন কুশল । এই বছর যেহেতু কোরোনা ও লকডাউনের কারণে অনেকটা ওলট-পালট হয়েছে পরিস্থিতি, তাই পরের বছর পুজোর পরেই শুটিং শুরু করতে চান পরিচালক কুশল ।