কলকাতা : বিদেশে থাকা ভারতীয়দের দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে ভারত সরকার । সেই নির্দেশ মেনে দেশে ফিরল টিম 'কাকাবাবুর প্রত্যাবর্তন' । পরিচালক সৃজিত মুখার্জি সহ প্রসেনজিৎ চ্যাটার্জি ও ছবির অন্যান্য কলাকুশলীরা ফিরলেন কলকাতায় । স্বেচ্ছায় কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত সৃজিত মুখার্জির ।
কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে বন্ধ করে দেওয়া হয়েছে সিনেমা-সিরিয়ালের শুটিং । বন্ধ রাখা হয়েছে সিনেমা হলও । তাই আগে যাঁরা শুটিং করতে দেশের বাইরে চলে গেছিলেন, তাঁদের ফিরতে হচ্ছে অগত্যা ।