পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'ওয়াচ ফ্রম হোম' শুরু করল হইচই, আসছে একঝাঁক ফিল্ম ও সিরিজ় - hoichoi SVF কোরোনা corona ETV Bharat

কোরোনা আতঙ্কে লকডাউনের কারণে অধিকাংশ দেশবাসী এখন গৃহবন্দী । শুধু তাই নয়, বহু কোম্পানি কর্মীদের বাড়ি থেকে কাজ অর্থাৎ 'work from home'এর ব্যবস্থা করে দিয়েছে । সিনেমা বাফ মানুষের একটা বড় সময় কাটছে সিনেমা দেখে । তাদের কথা মাথায় রেখে একঝাঁক ছবিকে নিজেদের ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে চলেছে SVF এন্টারটেইনমেন্টের ডিজিটাল প্ল্যাটফর্ম 'হইচই'। আসতে চলেছে সাম্প্রতিককালের কয়েকটি ছবি । প্রোজেক্টটিকে তারা নাম দিয়েছে 'ওয়াচ ফ্রম হোম'। এর সঙ্গে তাদের কয়েকটি অরিজিনাল সিরিজ়ও স্ট্রিম করতে শুরু করবে । সেগুলি কী কী খোঁজ নিল ETV ভারত সিতারা ।

হইচই
হইচই

By

Published : Mar 24, 2020, 3:00 PM IST

কলকাতা : বাড়িতে বসে সিনেমা দেখার কারণে গত সপ্তাহেই প্রায় চারগুণ বেড়ে গেছে হইচইয়ের ট্রাফিক । বাংলা ছবি দেখার দর্শকও বেড়েছে । যারা বাংলা ছবি থেকে মুখ ঘুরিয়েছিলেন, তারাও আধুনিক কালের বাংলা ছবি দেখতে শুরু করেছেন । আর তাই নিজেদের প্ল্যাটফর্মে বেশ কিছু নতুন ছবি ও ওয়েব সিরিজ় যোগ করতে চলেছে 'হইচই'। বলা ভালো, ছবিগুলির ওয়ার্ল্ড ডিজিটাল প্রিমিয়ার !

কণ্ঠ : পরিচালকদ্বয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় তাঁদের পরিচালনার গুণে বেশকিছু বছর ধরে দর্শকদের মুগ্ধ করছেন । তাঁদের ছবি দেখার জন্য আলাদা দর্শকও তৈরি হয়ে গেছে । ২০১৯ সালে তাঁদের মুক্তিপ্রাপ্ত 'কণ্ঠ' ছবিটি ১০০ দিনের রেকর্ড করেছিল বক্স অফিসে । যাঁরা 'কণ্ঠ' দেখেননি, কিংবা ফের দেখতে ইচ্ছুক, লগ-ইন করতে পারেন 'হইচই'য়ে । ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজে, পাওলি দাম ও জয়া আহসান ।

তানসেনের তানপুরা

মনোজদের অদ্ভুত বাড়ি : 'হইচই'তে এবার পাওয়া যাবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত এবং অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালিত 'মনোজদের অদ্ভুত বাড়ি' ছবিটি । ২০১৮ সালের পুজোর সময় রমরমিয়ে মুক্তি পেয়েছিল 'উইন্ডোজ়'এর প্রযোজনায় তৈরি এই ছবি । ছবিতে অভিনয় করেছিলেন রজতাভ দত্ত, যাঁর অভিনয় দর্শক অনেকদিন মনে রাখবেন । এই ছবিতেই বহু বছর পর অভিনয় করেছেন সন্ধ্যা রায় । বিপরীতে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় । ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন সোহাগ সেনও । এবং সেখানে সারপ্রাইজ় অ্যাপিয়ারেন্স করেন আবির চট্টোপাধ্যায় ।

লাভ আজ কাল পরশু : 2020 সালের প্রেম দিবসে মুক্তি পায় পরিচালক প্রতীম দাশগুপ্তর ছবি 'লাভ আজ কাল পরশু' । ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় টেলিজগতের পরিচিত মুখ মধুমিতা সরকারকে । তাঁর বিপরীতে ছিলেন অর্জুন চক্রবর্তী । এই ছবির অন্যতম আকর্ষণ অভিনেত্রী পাওলি দাম ।

দ্বিতীয় পুরুষ

তানসেনের তানপুরা : 'হইচই'এর নিজস্ব অরিজিনাল সিরিজ় 'তানসেনের তানপুরা' স্ট্রিম করতে শুরু করেছে । এটি একটি সঙ্গীত নির্ভর ট্রেজার হান্ট সিরিজ় । ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায় । এছাড়াও, 'হইচই'তে এই মাসেই স্ট্রিম করতে শুরু করেছে 'রহস্য রোমাঞ্চ সিরিজ় ২"। অভিরূপ পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, রাজদীপ গুপ্ত, শাওলি চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় । এছাড়াও রয়েছে 'প্রফেসর শঙ্কু ও এলডোরাডো', 'দ্বিতীয় পুরুষ', ' 'ব্যোমকেশ সিজন ৫', 'শব্দ জব্দ', 'মন্টু পাইলট', 'বন্য প্রেমের গল্প', 'গোত্র', 'গুমনামি', 'পাঁচফোড়ন ২' । 26 মার্চ থেকে স্ট্রিম করতে শুরু করবে 'একাত্তর'। 'একাত্তর'এ অভিনয় করেছেন সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলা ।

মনোজদের অদ্ভুত বাড়ি

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে এই সিরিজ় । 'হইচই'এর কো-ফাউন্ডার বিষ্ণু মোহতা আমাদের বলেন, "পশ্চিমবঙ্গ ছাড়াও, বেঙ্গালুরু, দিল্লি, মুম্বই, পুনে, হায়দরাবাদে আমাদের দর্শক রয়েছে। যার মধ্যে 2 ও 3 নম্বর ট্রাফিকে রয়েছে দিল্লি ও বেঙ্গালুরু। আন্তর্জাতিক স্তরে দেখতে গেলে, US, UK, মিডল ইস্ট, অস্ট্রেলিয়া, কানাডাও দূরে নয় । বাংলাদেশে আমাদের প্রচুর দর্শক । টিভি প্রিমিয়ারের আগে 'দ্বিতীয় পুরুষ' এসেছিল আমাদের ডিজিটাল প্লাটফর্মে । এই ছবিটি আন্তর্জাতিক স্তরেও প্রচুর দর্শক এনে দিয়েছে ।"

For All Latest Updates

TAGGED:

হইচই

ABOUT THE AUTHOR

...view details