কলকাতা : 26 অক্টোবর সন্ধেবেলায় টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 অক্টোবর থেকে হল খোলার ও মুক্তমঞ্চে পারফর্ম করার অনুমতি দিয়েছিলেন । স্বস্তির নিঃশ্বাস পড়েছিল বাংলার বিনোদন জগতে । এবার শিলমোহর মিলল কেন্দ্রের তরফ থেকেও ।
রাজ্য থেকে অনুমতি পেলেও কেন্দ্রের সিদ্ধান্ত জানার জন্য অপেক্ষারত ছিলেন বাংলার বহু প্রযোজক, পরিচালক ও হল মালিকরা । হলে দর্শক আসনের 50 শতাংশে বসার ব্যবস্থা করার কথা বলেছে কেন্দ্র । তবে এখনও SOP ইস্যু করা হয়নি ।
এদিকে বাংলার প্রযোজক, পরিচালকরা ইতিমধ্যেই পুজোর আগে সিনেমা হলে ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন । যেমন, উইন্ডোজ় প্রযোজনা সংস্থার 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' লকডাউনের আগে সিনেমা হলে রিলিজ় করেছিল । ছবিটি দর্শকের ভালো লাগলেও, সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ায় বেশি মানুষ তা দেখার সুযোগ পায় না । তাই উইন্ডোজ়ের কর্ণধার নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় ETV ভারত সিতারাকে আগেই বলেছিলেন যে, হল খুললেই তাঁরা ফের ছবিটি সিনেমা হলে মুক্তি করবেন ।