পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

পাঞ্জাবি পরা ড্রাকুলা অনির্বাণ, সঙ্গী মিমি - Mimi Chakrabarty latest news

ড্রাকুলাদের নিয়ে অনেকদিন ধরেই ছবি হচ্ছে বিদেশি পরিচালকদের হাত ধরে । তবে বাংলা ভাষায় এই কনসেপ্টে কোনও ছবি হয়নি । এবার সেই সিদ্ধান্তটাই নিলেন দেবালয় ভট্টাচার্য । একেবারে পাঞ্জাবি পরা বাঙালি ড্রাকুলার জন্ম দিলেন তিনি ।

bengali film dracula sir
bengali film dracula sir

By

Published : Jan 16, 2020, 7:03 PM IST

কলকাতা : ছবিতে ড্রাকুলার চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য । ড্রাকুলার পিছনে আবার স্যার কেন ? কারণ পেশায় তিনি এক শিক্ষক । অনির্বাণ ছাড়া আরও একজন অ্যাট্রাকশন রয়েছে ছবিতে । তিনি হলেন মিমি চক্রবর্তী । অনেকদিন পর মিমিকে আবার শাড়ি পরে শান্ত স্নিগ্ধ রূপে দেখা যাচ্ছে । 'গানের ওপারে'-র সেই 'পুপে'-র সঙ্গে মিমির লুকে অনেক মিল । শুরু হয়েছে ছবির শুটিং ।

দেবালয় আমাদের জানালেন, "এটা একটি সাইকোলজিকাল থ্রিলার । ড্রাকুলা আমাদের কাছে সবসময়ই ইন্টারেস্টিং ক্যারেকটার । এবার সে যদি বাঙালি হয়, তার জার্নিটা কীরকম হবে ? সেটাই এই ছবির মূল বিষয় ।"

অনির্বাণ..

ড্রাকুলাদের সাধারণত একটা স্ক্যান্ডিনেভিয়ান কাসল থাকে । সঙ্গীহীন ভাবে সে একা থাকে সেই কাসলে । তবে এই ড্রাকুলা অন্যরকম । দেবালয় বললেন, "আমার এই ড্রাকুলার কোনও স্ক্যান্ডিনেভিয়ান কাসল নেই । কোনও ঘোড়ার গাড়ি নেই । বাদুড় নেই, কফিন নেই । তাহলে আমার এই বাঙালি ড্রাকুলার জার্নিটা কেমন হবে ? তার উপযুক্ত মিথগুলো কী ? সেখান থেকেই গল্পটা এসেছে ।"

মিমি

সারা রাত ধরে শুটিং করেছে টিম 'ড্রাকুলা স্যার' । সাংসদ হওয়ার পর এটাই মিমির প্রথম ছবি । একদিকে মিমি আর অনির্বাণের অজানা কেমিস্ট্রি, অন্যদিকে এরকম ইন্টারেস্টিং গল্প...সব মিলিয়ে অনেকটা প্রত্যাশা রয়েছে এই ছবিটিকে ঘিরে ।

ABOUT THE AUTHOR

...view details