পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"দীপঙ্করকে পুরোপুরি আইসোলেশনে রেখেছি" : দোলন - Dolon Ray latest news,

পুরোপুরি গৃহবন্দী অবস্থায় রয়েছেন দীপঙ্কর দে ও দোলন রায় । ঠিক কেমন রয়েছেন তাঁরা ? খোঁজ নিল ETV ভারত সিতারা ।

Dolon keeps Dipankar in complete isolation
Dolon keeps Dipankar in complete isolation

By

Published : Mar 26, 2020, 3:01 PM IST

কলকাতা : রেজিস্ট্রি করে কয়েকমাস আগেই বিয়ে করেছেন দীপঙ্কর দে ও দোলন রায় । তবে এখন পুরোপুরি গৃহবন্দী দু'জনেই । 75 বছরের দীপঙ্করের জন্য সময়টা খুবই ক্রিটিকাল । তাই বেশ উদ্বেগের মধ্যে রয়েছেন দোলন । আমাদের কাছে সে কথা জানালেন অভিনেত্রী ।

দোলন বললেন, "পুরোপুরি আইসোলেশনে রেখেছি ওঁকে । আর আমি সব কাজ করছি । রান্নার লোক, ঘর মোছার লোক, বাসন মাজার লোককে ছাড়িয়ে দিয়েছি । আমি কমপ্লেক্সে কাউকে ঢুকতেই দিচ্ছি না । অবশ্য আমাদের কমপ্লেক্সে বেশ কয়েকদিন আগে থেকেই বাইরের লোকের প্রবেশ নিষেধ করা হয়েছে । আগের আগের মঙ্গলবার থেকে বন্ধ হয়েছে । আর বৃহস্পতিবার থেকে সব বন্ধ।"

তবে চারপাশের পরিবর্তিত পরিবেশে মন ভালো দোলনের । পরিবেশের দূষণ আর মানুষের ভিড় নেই চারপাশে, ভালো লাগছে তাঁর । বললেন, "চারপাশে কোকিলের ডাক শুনছি । প্রকৃতি মা এভাবেই সবকিছু ঠিক করেন । আমার ছাদের উপরের গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে । যে ফুলের টবে দুটো ফুল ফুটত, সেই তবে এখন শুধুই ফুল, পাতাও দেখা যাচ্ছে না । আসলে কোনও দূষণও তো নেই ।"

বিয়ের দিন দীপঙ্কর-দোলন

তবে একটা বিষয় আক্ষেপ রয়েছে তাঁর । বললেন, " আমার সবই ভালো লাগছে, শুধু পার ডে পেমেন্টটা মিস হচ্ছে । আমাদের যদি সবেতন হত, তাহলে পরোয়াই করতাম না।" টেলিভিশনের পরিচিত মুখ দোলনের এই মন্তব্য, দেশজুড়ে হাজার হাজার দিন মজুরের যন্ত্রণাকে সামনে এনে দাঁড় করালো ।

সাংবাদিকদের জন্যেও উদ্বেগ প্রকাশ করেন দোলন, বলেন, "তোমাদের তো কাজ করতে হচ্ছে, তাই তো? নিয়মিত বেরোতেও হচ্ছে? সংবাদমাধ্যম তো থেমে নেই । ডিজিটাল সাংবাদিকতার যদিও সুবিধা আছে । পেপার তো বন্ধই হয়ে গেছে যা দেখছি । তবে লকডাউনে ডিজিটাল মিডিয়া খোলা ।"

ABOUT THE AUTHOR

...view details