বাংলা ছবির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় পরিচালক-প্রযোজকরা, আশা হারাননি অনিরুদ্ধ-অনিন্দ্যরা - barun chanda
OTT প্ল্যাটফর্ম নাকি সিনেমা হল..এই নিয়ে চলছে বিস্তর আলোচনা । একটি ভার্চুয়াল সামিটে অংশগ্রহণ করে এই বিষয়গুলো নিয়ে নিজেদের মত প্রকাশ করলেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরি, সংগীতশিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং বর্ষীয়ান অভিনেতা বরুণ চন্দ ।
কলকাতা : গত 11 জুন থেকে বাংলা বিনোদনজগতের শুটিং শুরু হলেও, সিনেমা হল এখনও বন্ধ হয়েই রয়েছে । শুধু তাই নয়, বন্ধ রয়েছে যাত্রা ও থিয়েটারের মঞ্চও । সিনেমার শুটিং নিয়েও রয়েছে অনিশ্চয়তা । প্রযোজকদের কপালে পড়েছে ভাঁজ । কবে সিনেমা হলে ছবি মুক্তি পেতে পাবে, সেটি নিয়েও রয়েছে বিস্তর অনিশ্চয়তা । একটি ভার্চুয়াল সামিটে অংশগ্রহণ করে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরি, সংগীতশিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং বর্ষীয়ান অভিনেতা বরুণ চন্দ । এই ভার্চুয়াল সামিট উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের বিজ্ঞান, প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি মন্ত্রী, নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু ।
সত্যজিৎ রায়ের 'সীমাবদ্ধ' ছবির নায়ক বরুণ চন্দর বক্তব্য যে, লাইভ পারফরমেন্স যেমন থিয়েটার বা যাত্রার ক্ষেত্রে কোরোনার প্রভাব থাকবে । তবে তাঁর বিশ্বাস, থিয়েটারকে হয়তো ডিজিটাল করে দেওয়া সম্ভব হবে ।