কলকাতা : অনেকের ক্ষেত্রেই এমনটা হয়েছে অনেকবার । ক্যারিয়ারের শুরুতে 'না' বা 'পারবে না' - এই কথাগুলো শুনতে হয়েছে । বাদ যাননি অমিতাভ বচ্চনও । যে মানুষটির ব্যারিটোন ভয়েজ়ের জন্য গোটা দেশ গর্বিত, তাঁকেও একদিন 'মন্দ কণ্ঠস্বর' কথাটি শুনতে হয়েছে রেডিয়ো অডিশন দিতে গিয়ে । একসময় এরকমই কিছু শুনতে হয়েছিল নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে । ETV ভারত সিতারাকে জানালেন শিবপ্রসাদ ।
ধারাবাহিক বানাতে পারবেন না : ক্যারিয়ারের শুরুতে শুনতে হয় নন্দিতা-শিবপ্রসাদকে
কিছুদিন অভিনেত্রী তনিমা সেন ঠাম্মির চরিত্রে শো'টি সঞ্চালনা। সঙ্গে ছিল নাতি রক্তিম সামন্ত, অর্থাৎ গোপাল। তনিমার পারিবারিক কিছু সমস্যা থাকার কারণে শো থেকে সরে এসেছেন তিনি। তাই শো সঞ্চালনার দায়িত্বভার গিয়ে পড়েছে অভিনেত্রী অপরাজিতা আঢ্যার কাঁধে। সেখানে তিনি গোপালের মাম্মি। এমন অভিনব কায়দায় আজ পর্যন্ত কোনও রান্নার নন-ফিকশন শো হয়নি।
সম্প্রতি টেলিভিশনের জন্য রান্নার একটি নন-ফিকশন শো তৈরি করছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা উইন্ডোজ় । শো'য়ের নাম 'রান্নাবান্না' । ফিকশনের আকারে নন-ফিকশন একটি শো । শো'এর সঞ্চালকরা সেখানে কাল্পনিক চরিত্রে । তাঁদের ঘিরে রয়েছে গল্প, ঠাম্মা-নাতির খুনসুটি, মা-ছেলের আদর-আবদার সবকিছু । তার মধ্যেই চলবে 'রান্নাবান্না' । থাকবেন অতিথিরা ।
তবে সত্যিই দর্শক কবে উইন্ডোজ়ের তরফে একটি মেগা সিরিয়াল দেখতে পাবেন সে বিষয়টি এখনও রহস্যেই । এই কথার রেশ ধরেই, শিবপ্রসাদ আমাদের বলেন, "একটা সময় মেগা করার উৎসাহ কিংবা সুযোগ পাইনি । মানুষ ভরসা করতে পারেনি । আজ এতগুলো সফল ছবি করার পর, সেই মানুষগুলোই বারবার প্রশ্ন করে, কবে একটা ধারাবাহিক তৈরি করব আমরা ।"