পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ধারাবাহিক বানাতে পারবেন না : ক্যারিয়ারের শুরুতে শুনতে হয় নন্দিতা-শিবপ্রসাদকে

কিছুদিন অভিনেত্রী তনিমা সেন ঠাম্মির চরিত্রে শো'টি সঞ্চালনা। সঙ্গে ছিল নাতি রক্তিম সামন্ত, অর্থাৎ গোপাল। তনিমার পারিবারিক কিছু সমস্যা থাকার কারণে শো থেকে সরে এসেছেন তিনি। তাই শো সঞ্চালনার দায়িত্বভার গিয়ে পড়েছে অভিনেত্রী অপরাজিতা আঢ্যার কাঁধে। সেখানে তিনি গোপালের মাম্মি। এমন অভিনব কায়দায় আজ পর্যন্ত কোনও রান্নার নন-ফিকশন শো হয়নি।

nandita shiboprasad serial
nandita shiboprasad serial

By

Published : Aug 1, 2020, 7:03 PM IST

কলকাতা : অনেকের ক্ষেত্রেই এমনটা হয়েছে অনেকবার । ক্যারিয়ারের শুরুতে 'না' বা 'পারবে না' - এই কথাগুলো শুনতে হয়েছে । বাদ যাননি অমিতাভ বচ্চনও । যে মানুষটির ব্যারিটোন ভয়েজ়ের জন্য গোটা দেশ গর্বিত, তাঁকেও একদিন 'মন্দ কণ্ঠস্বর' কথাটি শুনতে হয়েছে রেডিয়ো অডিশন দিতে গিয়ে । একসময় এরকমই কিছু শুনতে হয়েছিল নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে । ETV ভারত সিতারাকে জানালেন শিবপ্রসাদ ।

সম্প্রতি টেলিভিশনের জন্য রান্নার একটি নন-ফিকশন শো তৈরি করছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা উইন্ডোজ় । শো'য়ের নাম 'রান্নাবান্না' । ফিকশনের আকারে নন-ফিকশন একটি শো । শো'এর সঞ্চালকরা সেখানে কাল্পনিক চরিত্রে । তাঁদের ঘিরে রয়েছে গল্প, ঠাম্মা-নাতির খুনসুটি, মা-ছেলের আদর-আবদার সবকিছু । তার মধ্যেই চলবে 'রান্নাবান্না' । থাকবেন অতিথিরা ।

পরিচালকদ্বয়
এর আগে টেলিভিশনের জন্য বহু নন-ফিকশন শো করেছে উইন্ডোজ় । তাহলে কি খুব তাড়াতাড়ি মেগা সিরিয়ালও বানাতে দেখা যাবে উইন্ডোজ়কে ? শিবপ্রসাদ শোনালেন এক আজব কথা । তিনি বললেন, "জানেন তো, শুরুর দিকে আমরা চাইতাম মেগাসিরিয়াল তৈরি করতে । অনেক জায়গা থেকে প্রত্যাখ্যান করেছে আমাদের । একথাও শুনতে হয়েছে আমরা নাকি সিরিয়াল বানাতে পারব না ।"তবে তাই বলে দমে যাননি এই পরিচালকদ্বয় । মনে ইচ্ছে থাকলে কী না হয় । টেলিভিশন ফিরিয়ে দিলেও রুপোলি পরদার কাছে এই পরিচালক জুটি চিরকাল সমাদৃত হয়েছেন । 'ইচ্ছে', 'বেলাশেষে', 'অলীক সুখ', 'রামধনু'র মতো একাধিক বাংলা ছবি দর্শককে উপহার দিয়েছেন তাঁরা । শুধু তাই নয় তথাকথিত বক্স আর্টিস্ট নিয়েই যে কাজ করতে হয়, সেই প্রথার দিকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তাঁরা ।
.
অনেক বড় বড় নামজাদা প্রযোজনা সংস্থার মাঝে নিজেদের পাকাপোক্ত জায়গা স্থাপন করেছে উইন্ডোজ প্রযোজনা সংস্থা । সংস্থার হয়ে কেবল নন্দিতা-শিবপ্রসাদ পরিচালনা করবেন, সেই নিয়ম নেই সেখানে । বহু তরুণ এবং নতুন পরিচালকদের ছবি তৈরি করার সুযোগ দিয়েছে উইন্ডোজ় । অরিত্র মুখোপাধ্যায়, পৃথা চক্রবর্তী, পাভেলের মতো পরিচালকদের ছবি তৈরির প্ল্যাটফর্ম দিয়েছেন এই সংস্থা । প্রত্যেকের ছবিই বক্সঅফিসে দারুণ সাফল্য পেয়েছে। এই সাফল্যের পর জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক কৌশিক গাঙ্গুলিও ছবি তৈরি করছেন উইন্ডোজ়ের সঙ্গে ।
কৌশিকের সঙ্গে..

তবে সত্যিই দর্শক কবে উইন্ডোজ়ের তরফে একটি মেগা সিরিয়াল দেখতে পাবেন সে বিষয়টি এখনও রহস্যেই । এই কথার রেশ ধরেই, শিবপ্রসাদ আমাদের বলেন, "একটা সময় মেগা করার উৎসাহ কিংবা সুযোগ পাইনি । মানুষ ভরসা করতে পারেনি । আজ এতগুলো সফল ছবি করার পর, সেই মানুষগুলোই বারবার প্রশ্ন করে, কবে একটা ধারাবাহিক তৈরি করব আমরা ।"

.
এর উত্তরও পাওয়া যাবে শিগগিরই ।

ABOUT THE AUTHOR

...view details