কলকাতা : কয়েকদিন আগেই দেব 'টনিক'-এর স্ক্রিপ্ট রিডিং সেশনের দু'টো ছবি শেয়ার করেছিলেন সোশাল মিডিয়ায়। তার মধ্যে একটি ছবিতে তাঁকে দেখা গেছিল পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ও অন্যটিতে পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে। আর আজ শুরু সেই ছবির শুটিং। 'টনিক' অভিজিতের প্রথম ছবি।
ছবির একটি পোস্টার শেয়ার করে দেব লিখেছেন, "আজ থেকে নতুন শুরু। ডেবিউট্যান্ট পরিচালক অভিজিৎ সেনকে স্বাগত জানাই।"
এই পোস্টার শেয়ার করার কিছুক্ষণ পর দেব আরও একটি ভিডিয়ো শেয়ার করেছেন কালিম্পং থেকে। সেখানেই চলছে 'টনিক'-এর শুটিং। ক্যাপশনে দেব লিখেছেন, "আজকে আমাদের টনিক এর প্রথম দিন এর শ্যুটিং শুরু হলো , স্বাগত জানাই আমাদের পরিচালক অভিজিৎ সেন-কে , তার এক নতুন অধ্যায়ের সূচনা আজ থেকে , শুভকামনা রইলো ।"
'টনিক' মুক্তি পাচ্ছে দেবের নিজস্ব প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'-এর প্রযোজনায়। 2020 সালে মুক্তি পাবে এই ছবিটি। অপেক্ষায় দর্শক।