কলকাতা : তরুণ-তরুণীদের মধ্যে দেবের জনপ্রিয়তা আজ প্রশ্নাতীত। তাঁর পাশে দাঁড়ানোর জন্য, একটা সেলফি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে গেল ইভেন্টে। কিছুক্ষণ সময়ের জন্য দেবকে দুই হাতে দুই সদ্যোজাতকে সামলাতেও দেখা গেল। দূরের তারকাকে কাছে পেলে যা হয় আর কি!! তবু তার মধ্যে দেব কথা বললেন তাঁর আসন্ন ছবি 'পাসওয়ার্ড' নিয়ে।
দেব বললেন, "দিন দিন সাইবার ক্রাইমের মাত্রা বাড়ছে। তাই 'পাসওয়ার্ড'-এর মাধ্যমে একটা সচেতনতা বাড়ানোর চেষ্টা করেছি। আর একই সঙ্গে এটা একটা এন্টারটেনিং ছবি। হলিউডে বা বলিউডে যে ধরনের ছবি দেখেছি, সেই ধরনের ছবি বাংলায় কম বাজেটে যতটা সম্ভব ভালো করে বানানোর চেষ্টা করছি আমার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে।"