কলকাতা : 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি'-র ট্রেলার ইতিমধ্য়েই সাড়া ফেলে দিয়ছে দর্শক মহলে । অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির মূল গল্প এক মহিলা পুরোহিতে জীবন নিয়ে আবর্তিত । মুখ্য চরিত্রে ঋতাভরী চক্রবর্তী । একেবারে নতুন রূপে পাওয়া গেছে তাঁকেও । ছবির কনসেপ্ট, কাস্ট, প্রেজ়েন্টেশন সবকিছুতেই একটা ফ্রেশনেসের আস্বাদ পাচ্ছেন দর্শক । তবে কী ভেবে, কোন কারণে এইরকম একটা গল্প বলার ইচ্ছে হল জিনিয়ার ?
তিনি ETV ভারত সিতারাকে বললেন, "2018 সালে শবরীমালা মন্দিরের উপর সুপ্রিম কোর্টের যে ব্যান ছিল, সেটা তুলে নেওয়া হয় । জানা যায় মহিলারা সসম্মানে শবরীমালা মন্দিরে যেতে পারে । আমি পাঠক হিসেবে এই ব্যাপারটা নিয়ে খুব পড়াশোনা করেছিলাম, জানার চেষ্টা করেছিলাম কারা মন্দিরে ঢুকতে পারবেন না । দেখেছিলাম ১০-৫০ বছরের মহিলারা সেখানে ঢুকতে পারবেন না । যার মানে, ঋতুমতী মহিলারা মন্দিরে অ্যালাউড নয়। তবে শুধু শবরীমালা নয়, ভারতের বিভিন্ন জায়গায় মাসিক চলাকালীন মহিলারা মন্দিরে ঢুকতে পারেন না । আমি নিজের বাড়িতেই সরস্বতী পুজো দিতে পারিনি মাসিক হওয়ার কারণে ।"