কলকাতা : বরাবরই খুব গুরুগম্ভীর বিষয়বস্তু নিয়ে ছবি করেন বর্ষালী। তাঁর প্রথম ছবি ছিল 'জেনানা', যা তিনি তৈরি করেছিলেন বৃহন্নলাদের জীবনকে কেন্দ্র করে। ছবিটি সমালোচকদের প্রশংসা পেয়েছিল। দেশ-বিদেশের বহু চলচ্চিত্র উৎসবে গিয়েছিল ছবিটি। নতুন বছরেও বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে বর্ষালীর। তার মধ্যে অন্যতম 'বাকি এখনও দুই' ।
বর্ষালী যখন ছবির শুটিং করছিলেন, ঠিক সেইসময়েই তেলেঙ্গানায় ঘটে যায় দিশা গণধর্ষণ এবং পুড়িয়ে হত্যা করার নক্কারজনক ঘটনা। কাকতালীয়ভাবে বর্ষালীর ছবির চিত্রনাট্যর সঙ্গে সেটা মিলে যায়। এই বিষয়ে বর্ষালী আমাদের বলেন, "আমার ছবির শুটিংয়ের আগে আগেই তেলাঙ্গানায় সেই ভয়াবহ ঘটনাটি ঘটে। আমাদের সকলকেই খুব নাড়িয়ে দিয়েছিল সেই ঘটনা। ধর্ষণের পর পুড়িয়ে মারার ঘটনা আমার গল্পের প্লটেও রয়েছে ।"
শুটিংয়ের মুহূর্তে অভিনেত্রী কাস্টিং নিয়ে বর্ষালী আমাদের বলেন, "ছবিতে কোনও বড় আর্টিস্টকে নিয়ে আমি কাজ করিনি। সবাই নতুন মুখ। এটা আমি খুব জেনে-বুঝে ইচ্ছা করে করেছি। তার একটাই কারণ, এই যে আনাচে-কানাচে এত ক্রাইম হচ্ছে, এত ধর্ষণ হচ্ছে, নানা ঘটনা ঘটে যাচ্ছে তারা কিন্তু কেউই আমাদের পরিচিত নয়। আমার-আপনার ঘরের ছেলেমেয়েরা এই ধরনের কাজ করে না। যারা অপরিচিত, তারাই করে। আর যদি কোনও পরিচিত মুখ কিংবা স্টার এই ধরনের চরিত্র করেন, তাহলে তাঁদের গতি পরিধিগুলো আমরা জাজ করতে পারব। কিন্তু কোনও অপরিচিত মুখ দর্শকের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। তার কারণ ক্রিমিনাল কখনও পরিচিত হতে পারে না । আমি তাই ফ্রেশার নিয়েছি।"
'বাকি এখনও দুই' ছবির বিষয়বস্তু ও গল্প বর্ষালীর। পরিচালক এবং DOP-র কাজও বর্ষালী নিজেই করেন। কলকাতা জুড়েই হয়েছে ছবির শুটিং। শুটিংয়ের জন্য এমন অঞ্চল বাছা হয়েছিল, যা দেখে মনে হবে কলকাতা শহরের বাইরে শুট করা। মূলত বাজেটের কারণেই বর্ষালী কলকাতার বাইরে যেতে পারেননি। বর্ষালী বেছে নিয়েছিলেন বাটানগর রিভারসাইড, একরা, বেহালার মতো জায়গায় শুটিং হয়েছে। ছবিতে ১৯টি চরিত্র রয়েছে। মূলচরিত্রে অভিনয় করেছেন তিনজন, টুয়া সরকার, স্বরাজ ব্রিগেঞ্জা, সন্দীপ ভট্টাচার্য। ছবির সংগীত করেছেন শান্তনু ঘোষ।
দেখে নিন শুটিংয়ের মুহূর্ত..