পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আবার আসছে শবর - অরিন্দম শীলের খবর

অরিন্দম শীলের পরিচালনায় আবার পরদা কাঁপাবে শবর ।

Saswata chatterjee in Shabar
Saswata chatterjee in Shabar

By

Published : Jun 19, 2020, 3:20 PM IST

কলকাতা : বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অনস্ক্রিন পুলিশ শবর দাশগুপ্ত । শাশ্বত চট্টোপাধ্যায় বরাবরই শবরকে জাস্টিফাই করেছেন । অরিন্দম শীলের পরিচালনায় তৈরি এই থ্রিলার ফ্র্যাঞ্চাইজ়ি দর্শকের ভারি প্রিয় । 'এবার শবর', 'ঈগলের চোখ' এবং 'আসছে আবার শবর', এখনও অবধি মুক্তি পেয়েছে এই তিনটে ছবি । আসছে নতুন শবর । ETV ভারত সিতারাকে জানালেন অরিন্দম ।


পরিচালক বললেন, "শবরের খুব ডিমান্ড । তাই ওকে ফেরাতেই হবে । শবর বরাবরই খুব মানবিক একটি চরিত্র ।"

শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের 'তীরন্দাজ' উপন্যাসের গল্প অবলম্বনে তৈরি হচ্ছে শবরের নতুন ছবি । অরিন্দম বলেন, "এই উপন্যাসটা সম্পর্কে শীর্ষেন্দুদা নিজেই ভুলে গিয়েছিলেন । সব ঘাঁটাঘাঁটি করতে গিয়ে খুঁজে পান । সেটা থেকেই ছবিটা করা হচ্ছে । ভগবানই মুখ তুলে চেয়েছেন । লকডাউনের আগেই শীর্ষেন্দুদা আমাকে বললেন উপন্যাসটার কথা ।"

অরিন্দম
তারপর অরিন্দম সেই লেখা পড়লেন । তাঁর খুব পছন্দ হল । ঠিক হল ছবিটা করা হবে । গল্পের রাইটস নেওয়া হল তারপর । অরিন্দমের ইচ্ছে এই বছরই শুটিং সেরে ফেলবেন । ২০২১-এর জানুয়ারির শুরুতে তিনি রিলিজ় করতে চান ছবিটি । এই ছবিতে প্রচুর শিল্পী কাজ করবেন । নতুন অভিনেতা-অভিনেত্রীদের নিয়েও কাজ করতে চান অরিন্দম । বহুদিন শংকর চক্রবর্তীর সঙ্গে কাজ করতে চাইছেন অরিন্দম । হয়তো শবরে তিনি কাস্ট করবেন তাঁকে । যাঁদের সঙ্গে কোনওদিনও কাজ করেননি, তাঁদের সঙ্গেও কাজ করতে চান অরিন্দম । ছবিতে রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র । সেটিতে তিনি কাকে কাস্ট করবেন, সে ব্যাপারে এখনও ভেবে দেখেননি অরিন্দম । ম্যারাথন মিটিংয়ের পর টলিপাড়ায় শুরু হয়েছে শুটিংয়ের কাজ । সেটে ন্যূনতম 35 জনকে নিয়ে কাজ করতে শুরু করার নির্দেশ এসেছে । অরিন্দম বললেন, "যা পরিস্থিতি, আমরা হয়তো জুলাই মাসের মাঝামাঝি নাগাদ ঠিক করতে পারব, যে কোন সময় শুটিং শুরু করা যাবে । ছবির প্রেক্ষাপট পুরোপুরি কলকাতায় । সামাজিক স্তর, তার ক্লাস স্ট্রাগল, এর অনেকটা ব্যাপ্তি নিয়ে গল্পটা । অনেকগুলি পরিবার ও তাঁদের সামাজিক স্তরের গল্প দেখাবো । এটা একটা অত্যন্ত মানবিক গল্প । সে কারণেই শবর করতে আমার ভালো লাগে ।"
.
অরিন্দমের শবর সিরিজ়ের শবর একজনই । তিনি শাশ্বত চট্টোপাধ্যায় । ফের শবরে অভিনয় করার জন্য সাংঘাতিক ভাবে ওজন কমিয়েছেন তিনি । অরিন্দম বলেন, "শাশ্বতকে খুব ফ্রেশ দেখতে লাগছে। ও খুব এক্সাইটেড।"


এক্সাইটেড দর্শকও । ফের একবার পরদায় শবরকে দেখতে মুখিয়ে সিনেমাপ্রেমী মানুষগুলো ।

ABOUT THE AUTHOR

...view details