কলকাতা : 'অপুর সংসার'-এ কাজলকে কাঁধে চাপিয়ে অপু হাঁটা দেয় কোনও অজানা ভবিতব্যের উদ্দেশে । কী হয় তাদের ? কোথায় যায় তারা ? এই সমস্ত কিছুর উত্তর দিয়েছিলেন বিভূতিভূষণ বন্দ্য়োপাধ্যায় । তবে সেই অংশটা সিনেমার রূপ পায়নি কোনও পরিচালকের হাতে । শুভ্রজিৎ মিত্র সেই অসমাপ্ত অংশটুকুকেই সেলুলয়েডে ফুটিয়ে তুলছেন 'অভিযাত্রিক' ছবিটির মাধ্য়মে । এই ছবিতে মিউজ়িক কম্পোজ় করবেন অনুষ্কা শংকর । এই প্রথম কোনও ছবির জন্য মিউজ়িক কম্পোজ় করতে চলেছেন তিনি ।
সংগীতশিল্পী এসেছেন ইন্ডিয়া টুরে । দিল্লি, মুম্বইতে কনসার্ট করার পর আপাতত এসেছেন কলকাতায় । বললেন, "আমি বলব না আমি মিউজ়িক দিচ্ছি । এই ফিল্মের সাউন্ড ট্র্যাকে আমার অবদান খুবই কম । টাইটল ক্রেডিট স্কোরের জন্য সেতার বাজিয়েছি । এই স্পেশাল প্রোজেক্টের জন্য় কাজ করে খুব ভালো লাগছে ।"