কলকাতা : রেশমি মিত্র ও শাহদাত হোসেনের পরিচালনায় 'হঠাৎ দেখা' ছবিতে শেষ অভিনয় করেছিলেন দেবশ্রী রায় । তারপর এতদিনের বিরতি কাটিয়ে রূপোলি পরদায় ফিরতে চলেছেন অভিনেত্রী । অনুপ সেনগুপ্তের 'তুমি কি সেই ?' ছবিতে অভিনয় করবেন দেবশ্রী ।
অনুপ আমাদের জানালেন, "এটি একটি সাসপেন্স স্টোরি । অসমবয়সী প্রেম আছে, তবে বিষয়টা তার থেকেও বড় । দেবশ্রীকে নিয়েই এই গল্প ।"
শোনা যাচ্ছে, দেবশ্রীর বিপরীতে অভিনয় করবেন বনি সেনগুপ্ত, অর্থাৎ অনুপের ছেলে । এই প্রসঙ্গে পরিচালক বললেন, "বনির ব্যাপারটা এখনও ঠিক হয়নি । ইচ্ছে আছে ও করুক । তবে চূড়ান্ত সিদ্ধান্ত বনিই নেবে ।"
এর আগে অনুপ সেনগুপ্তের 'জানবাজ' ছবিতে দেখা গেছিল বনি আর কৌশানিকে । সেই ছবির পর 'তুমি কি সেই ?' হতে চলেছে পরিচালকের পরবর্তী কাজ । ছবির বিষয়বস্তু থেকে শুরু করে ছবির কাস্টিং সবকিছুই বেশ ইন্টারেস্টিং । মুক্তির অপেক্ষায় দর্শক ।