কলকাতা : সুঅভিনেতার হওয়ার সঙ্গে অনিন্দ্য একজন সুপরিচালকও বটে। তাঁর পরবর্তী শর্টফিল্ম ভিক্টোরিয়ান পিরিয়ডে লেখা একটি কবিতাকে ভিত্তি করে। নতুন প্রজেক্ট সম্পর্কে জানালেন পরিচালক।
অনিন্দ্য বললেন, "রবার্ট ব্রাউনিংয়ের একটা কবিতা, নাম 'পরফাইরিয়াস লাভার' (Porphyria's Lover)। ভিক্টোরিয়ান সময়কার একটি কবিতা। সেখানে দেখানো হয়েছে পুরুষতান্ত্রিক সমাজ, যা আজও বর্তমান। ভিক্টোরিয়ান সময়ে পুরুষতান্ত্রিকতা যে চূড়ান্ত পর্যায় ছিল, ব্রাউনিংয়ের এই কবিতায় তার প্রমাণ পাওয়া যায়। এখানে এক প্রেমিকের কাছে তার প্রেমিকা আসে, একটা ভালোবাসার মুহূর্ত তৈরি হয়। সেই মুহূর্তটিকে আটকে রাখতে ও প্রেমিকা যাতে পরে প্রেমিকের সঙ্গে কোনও প্রতারণ করতে না পারে, সেই জন্য প্রেমিকাকে মেরে ফেলে প্রেমিক। প্রেমিকা কোনও প্রতিবাদও করে না। এই গল্প থেকে আমরা একটা অন্য ডায়মেনশন পাই। বলা হয় যে, লাভ, ট্রুথ ও বিউটি সবচেয়ে উচ্চমানের ইন্টেলিজেন্স। এটা না থাকলে আমরা ভালোবাসাকে ধরতে পারব না, সত্যকে ধরতে পারব না, সুন্দরকেও ধরতে পারব না। এই আইডিয়া থেকে অনুপ্রাণিত এই ছবি।"