পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"TMC-কে অবজ্ঞা করি, তবে মিমির পাশে আছি", বিজ্ঞাপন বিতর্কে মিমির পাশে বিজেপির অনিন্দ্য - mimi chakrabarty ad controversy

বিজ্ঞাপন বির্তকে মিমি চক্রবর্তীর পাশে দাঁড়ালেন বিজেপির অনিন্দ্যপুলক ব্যানার্জি । সদ্য মুক্তিপ্রাপ্ত একটি বিজ্ঞাপনে মিমির 'জনপ্রতিনিধি' পরিচয়টিকে বিশেষ ভাবে হাইলাইট করা হয়েছে । আর এরপরেই তীব্র বিরোধীতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী ।

mimi chakrabarty ad controversy
mimi chakrabarty ad controversy

By

Published : Jan 25, 2020, 3:32 PM IST

কলকাতা : সম্প্রতি বিদ্যা বালনের সঙ্গে একটি তেলের বিজ্ঞাপনে দেখা গেছে তৃণমূলের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। সব ঠিকই ছিল, কিন্তু গোল বেধেছে বিজ্ঞাপনে ব্যবহৃত একটিমাত্র শব্দে। সেখানে মিমি নিজেকে 'জনপ্রতিনিধি' হিসেবে পরিচয় দিচ্ছেন । বাণিজ্যিক বিজ্ঞাপনে কীভাবে এই পরিচয় ব্যবহার করলেন মিমি ? এই প্রশ্ন তুলে তুমুল সমালোচনা করা হয় তাঁর । তবে মিমির পাশে দাঁড়ালেন বিজেপিতে যোগদানকারী অনিন্দ্যপুলক ব্যানার্জি ।

সৌজন্যে ইনস্টাগ্রাম

অনিন্দ্য বলেন, "আমি দেখেছি আমার পার্টির অধিকাংশ মানুষই খুব বেশি রিঅ্যাক্ট করে ফেলে । তবে আমি করব না । মিমি একজন অভিনেত্রী.. সে যে সবকিছু জানবে সেটা আমরা ধরে নিচ্ছি কেন ? অনেক সিনিয়র লিডাররাও এই ভুল করেন । রাজনীতি যদি শুধুমাত্র আক্রমণের দিকে যায়, তাহলে তো মুশকিল ।"

অভিনেতা এটাও বলেন, "আমি তৃণমূলের ঘোর বিরোধী । তৃণমূলকে পার্টি বলে মনেই করি না । অবজ্ঞা করি । তাও আমি মিমিকে কটাক্ষ করব না । একজন মানুষ না জেনে একটা কাজ করেছে, তাঁকে বিশ্বাস করা উচিত । দেখা উচিত ভবিষ্যতে সে আর এরকম ভুল করে কিনা ।"

সৌজন্যে ইনস্টাগ্রাম


আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় নিজেও বিনোদন জগতের সঙ্গে যুক্ত । তিনি এই প্রসঙ্গে বলেছেন, "মিমি চক্রবর্তীর এইভাবে বিজ্ঞাপন তৈরি করা ঠিক হয়নি ।" অন্যদিকে হুগলির বিজেপি সাংসদ ও অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেছেন, "হয়তো মিমি সাংসদ পদের বিধিনিষেধ সম্পর্কে ওয়াকিবহাল নন। না জেনেই হয়তো এই কাজ করেছেন। যদিও তাঁর এই নিয়মগুলো জেনে রাখা উচিত।"

ABOUT THE AUTHOR

...view details