কলকাতা : সম্প্রতি বিদ্যা বালনের সঙ্গে একটি তেলের বিজ্ঞাপনে দেখা গেছে তৃণমূলের সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। সব ঠিকই ছিল, কিন্তু গোল বেধেছে বিজ্ঞাপনে ব্যবহৃত একটিমাত্র শব্দে। সেখানে মিমি নিজেকে 'জনপ্রতিনিধি' হিসেবে পরিচয় দিচ্ছেন । বাণিজ্যিক বিজ্ঞাপনে কীভাবে এই পরিচয় ব্যবহার করলেন মিমি ? এই প্রশ্ন তুলে তুমুল সমালোচনা করা হয় তাঁর । তবে মিমির পাশে দাঁড়ালেন বিজেপিতে যোগদানকারী অনিন্দ্যপুলক ব্যানার্জি ।
অনিন্দ্য বলেন, "আমি দেখেছি আমার পার্টির অধিকাংশ মানুষই খুব বেশি রিঅ্যাক্ট করে ফেলে । তবে আমি করব না । মিমি একজন অভিনেত্রী.. সে যে সবকিছু জানবে সেটা আমরা ধরে নিচ্ছি কেন ? অনেক সিনিয়র লিডাররাও এই ভুল করেন । রাজনীতি যদি শুধুমাত্র আক্রমণের দিকে যায়, তাহলে তো মুশকিল ।"