দিল্লি : বছর শেষ হতে আর মাত্র কয়েকটা দিন । 2019 সালটা এক এক জনের কাছে এক এক রকম । তবে সৃজিত মুখার্জির কাছে তো অবশ্যই চিরস্মরণীয় । কারণ তাঁর পরিচালিত 'এক যে ছিল রাজা' ছবিটি সেরা বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিয়েছে । পুরস্কার গ্রহণ করে দিল্লি থেকেই এই সাফল্যের অনুভূতি শেয়ার করলেন পরিচালক ।
তিনি বললেন, "খুবই ভালো লাগছে । আমার কাছে এটা খুবই স্পেশাল ছবি । এটা আমার অষ্টম জাতীয় পুরস্কার । ব্য়ক্তিগত ভাবে পরিচালক হিসেবে আমার তৃতীয় । 'এক যে ছিল রাজা'-র জন্য আমরা প্রচণ্ড পরিশ্রম করেছি, মানসিক ও কায়িক । সেটা যে পূর্ণ মর্যাদা পেল, তাও এরকম সর্বভারতীয় স্তরে, সেটাই ভালো লাগছে ।"
ভাওয়াল এস্টেটের রাজকুমার মহেন্দ্র কুমার চৌধুরির মৃত্যু সংবাদ ছড়ানোর বারো বছর হঠাৎই একরকম দেখতে সন্ন্যাসীকে দেখতে পায় ভাওয়ালের লোকজন। সেই সন্ন্যাসী কি তবে মহেন্দ্র কুমার? 'এক যে ছিল রাজা' ছবিতে সেই প্রশ্নের উত্তরই খোঁজা হয়েছে সওয়াল-জবাবের মাধ্যমে । সেখানে মহেন্দ্র কুমারের চরিত্রে অভিনয় করেন জিশু সেনগুপ্ত। এছাড়াও রয়েছেন অপর্ণা সেন, অঞ্জন দত্ত, অনির্বাণ ভট্টাচার্য, জয়া এহসান, রুদ্রনীল ঘোষ, রাজনন্দিনী পাল, সুনন্দা শঙ্করের মতো অভিনেতা-অভিনেত্রীরা। ছবিটি ভালো ব্যবসাও করেছে বক্স-অফিসে।
ইভেন্টে ভিকি কৌশলের সঙ্গে... সৃজিতের পরবর্তী ছবি 'দ্বিতীয় পুরুষ' । 2011 সালে মুক্তিপ্রাপ্ত 'বাইশে শ্রাবণ' ছবিটির স্পিন অফ এটি । ক্রাইম জঁরে সৃজিত একটা নতুন অধ্যায় শুরু করেছিলেন বাংলা ছবির দুনিয়ায় । তাই তাঁর 'দ্বিতীয় পুরুষ' দেখতে মুখিয়ে দর্শক । ছবিটির ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলেছে সিনেমাপ্রেমীদের মধ্যে ।