কলকাতা : দীপাবলিতে বাজি ফাটানোর বিরুদ্ধে গলা তুলেছেন অনেকে। শব্দবাজি ফাটানোর অপকারিতা সম্পর্কে সচেতন করেছেন অনেকেই। সেই অনেকের তালিকাতে যুক্ত হল শ্রীলেখার নাম। তাঁর ইউটিউব চ্যানেলের লেটেস্ট ভিডিয়োটা এই প্রসঙ্গেই।
শব্দবাজি ফাটানোর ফলে শব্দদূষণ তো হয়ই, সঙ্গে হয় আরও একটা ক্ষতি। আমাদের চারপাশে থাকা অন্যান্য পশুপ্রাণীরা খুবই আতঙ্কিত হয় পড়ে এই শব্দবাজির শব্দে। ঠিক যেমন হয় শ্রীলেখার চিন্তামণির ক্ষেত্রে। চিন্তামণি যাতে ভয় না পায়, সেই কারণে অভিনেত্রীর প্রতি বছরের দীপাবলি কাটে বাড়িতেই। তাঁর 'ছেলে'-র কানে তুলো গুঁজে সমস্ত আওয়াজ থেকে তাকে রক্ষা করাই এই সময়ের প্রধান কাজ হয়ে ওঠে শ্রীলেখার।