কলকাতা : আজই মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি 'দিল বেচারা'-র ট্রেলার । কিজ়ি ও ম্যানির সম্পর্ক ও জীবনের সঙ্গে লড়াইয়ের কাহিনি তুলে ধরা হয়েছে এই ট্রেলারে ।
ট্রেলারটি দেখার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন ফ্যানরা । অবশেষে আজ মুক্তি পায় বহু প্রতিক্ষীত সেই ট্রেলার । আর এই ট্রেলার দেখে আবেগে ভাসেন অনুরাগীরা । তবে শুধুমাত্র ফ্যানরাই নন । এই ট্রেলারের অপেক্ষায় ছিলেন বহু বলি তারকাও । ট্রেলার দেখার পর নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন সবাই । সোশাল মিডিয়ায় ট্রেলারটি শেয়ার করেছেন অনুষ্কা শর্মা, রাজকুমার রাও, মৌনি রায়, পরিণীতি চোপড়া, রীতেশ দেশমুখ সহ আরও অনেক তারকা ।
বলি তারকাদের পাশাপাশি এই ট্রেলার দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি স্বস্তিকা মুখার্জিও । আবেগে ভাসেন তিনিও । টুইটারে ট্রেলারটি শেয়ার করার সঙ্গে তিনি লেখেন, "মুখে হাসি ও চোখে জল নিয়ে ট্রেলারটি দেখলাম । আশাকরি তোমার ভালো লেগেছে । আশাকরি সুশান্ত, আমাদের ম্যানি আমাদের দেখে হাসছে ।"