পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Khufiya: নেটফ্লিক্সে বিশাল ভরদ্বাজের খুফিয়ায় থাকছেন তাবু - তাবু

নেটফ্লিক্সে (Netflix) আসছে বিশাল ভরদ্বাজের (Vishal Bhardwaj) স্পাই থ্রিলার খুফিয়া (Khufiya) ৷ এই ফিল্মে অভিনয় করেছেন তাবু (Tabu), আলি ফজল, ওয়ামিকা গাব্বি ও আশিস বিদ্যার্থী ৷

vishal-bhardwaj-to-direct-spy-thriller-film-khufiya-for-netflix
নেটফ্লিক্সে বিশাল ভরদ্বাজের খুফিয়ায় থাকছেন তাবু

By

Published : Sep 16, 2021, 7:57 PM IST

মুম্বই, 16 সেপ্টেম্বর : ওয়েব দুনিয়ায় নয়া ধমাকা নিয়ে আসছেন চিত্রনির্মাতা বিশাল ভরদ্বাজ (Vishal Bhardwaj)৷ নেটফ্লিক্সের জন্য তিনি তৈরি করছেন স্পাই থ্রিলার (Spy Thriller) 'খুফিয়া' (Khufiya) ৷ বৃহস্পতিবার নেটফ্লিক্সের (Netflix) তরফে এ কথা জানানো হয়েছে ৷ এই ফিল্মে মুখ্য চরিত্রে দেখা যাবে তাবু (Tabu) ও আলি ফজলকে ৷ এ ছাড়াও থাকছেন ওয়ামিকা গাব্বি ও আশিস বিদ্যার্থী ৷

সত্যি ঘটনা ও অমর ভূষণের জনপ্রিয় উপন্ন্যাস 'এসকেপ টু নোহোয়্যার'-এর দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে খুফিয়ার গল্প ৷ একজন র এজেন্ট কৃষ্ণা মেহরাকে ঘিরে আবর্তিত হয়েছে গল্প ৷ দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে গোপন তথ্য বাইরে পাচারকারীকে চিহ্নিত করার গুরুদায়িত্ব দেওয়া হয়েছে তাঁর উপর ৷ একাধারে একজন গুপ্তচর এবং অপরদিকে এক প্রেমিকা - এই দুই চরিত্রই ফুটিয়ে তুলেছেন কৃষ্ণা মেহরা ৷

আরও পড়ুন:Chinebadam: বন্ধু চাই ? যশ-এনা আছে তো !

প্রযোজক-পরিচালক বিশাল ভরদ্বাজের কথায়, "খুফিয়ার মধ্যে দিয়ে আমি একটি গুপ্তচরবৃত্তিমূলক ছবি তৈরি করার চেষ্টা করছি, যেখানে বুদ্ধিমত্তা এবং নজরদারির সঙ্গে একজনের গভীর আবেগের বৈপরীত্য ফুটে উঠবে ৷"

আরও পড়ুন:Soham Payel: সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহর ছবিতে ফের জুটি বাঁধছেন সোহম-পায়েল

2020 সালে মীরা নায়ারের 'আ সুইটেবল বয়'-এর পর নেটফ্লিক্সে এটি তাবুর দ্বিতীয় প্রজেক্ট ৷ এর আগে বিশাল ভরদ্বাজের 'মকবুল' ও 'হায়দর' ফিল্মেও অভিনয় করেছেন তিনি, যেগুলি যথেষ্ট জনপ্রিয় হয়েছিল ৷ এই ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী ৷ তিনি বললেন, "খুফিয়া এমন একটি প্রজেক্ট, যেটা আমার হৃদয়ের খুব কাছের ৷ এই স্পাই থ্রিলারে অংশ নিতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত ৷ আর প্রতিবারের মতো আবারও বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করতে পারাটা খুবই আনন্দের ৷ এটা আমার কাছে ঘরে ফেরার মতো ৷"

নেটফ্লিক্সে বিশাল ভরদ্বাজের খুফিয়ায় থাকছেন তাবু

আরও পড়ুন:Uttam Kumar: আইনি জটে উত্তমের পরিবার, শীঘ্রই মেটার আশা মহানায়কের নাতনী নবমিতার

নেটফ্লিক্স ইন্ডিয়ার ফিল্ম ও লাইসেন্সিং-এর অধিকর্তা প্রতীক্ষা রাওয়ের কথায়, "বিভিন্ন চরিত্রের মধ্যে দ্বন্দ্বগুলি ফিল্মে দারুণ ভাবে ফুটিয়ে তোলেন তিনি ৷ আমাদের সদস্যরা এই ছবি করার জন্য মুখিয়ে রয়েছে ৷"

আরও পড়ুন:Ekta Bhattacharya : পোস্টার ডিজাইনিং-এর প্রেরণা সত্যজিৎ রায়: একতা ভট্টাচার্য

ABOUT THE AUTHOR

...view details