পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

প্রচারে টিম 'ভিঞ্চি দা' - Rudranil

রুদ্রনীল ঘোষ : "বলিউড ও হলিউডে আজ পর্যন্ত মেকআপ আর্টিস্ট ও তার সঙ্গে আবার থ্রিলার, একসঙ্গে এই দুটোকে কেন্দ্র করে কোনও ছবি হয়েছে বলে আমার তো জানা নেই। "

টিম 'ভিঞ্চি দা'

By

Published : Apr 8, 2019, 6:13 PM IST

Updated : Apr 10, 2019, 12:18 PM IST

কলকাতা: ছবি মুক্তি পেতে বাকি আর মাত্র কয়েকদিন। তার আগে সৃজিত মুখার্জি পরিচালিত 'ভিঞ্চি দা' ছবির টিম মেতে উঠল শেষ রবিবাসরীয় প্রচারে। দক্ষিণ কলকাতার এক শপিংমলে টিম ভিঞ্চি দার সৃজিত মুখার্জি, রুদ্রনীল ঘোষ, অনুপম রায় ও অনির্বাণ ভট্টাচার্য তাঁদের ছবি প্রচার সারলেন। উপলক্ষ্য ছিল নববর্ষের প্রাক্কালে বাঙালিদের আরেকটু কেনাকাটার প্রতি ঝোঁক বাড়িয়ে দেওয়ার। তারই মাঝে ছবি তৈরি হওয়ার অনেক না জানা ইতিহাস, অভিনেতাদের দেখা সুযোগ ও অনুপম রায়ের গান কেউ মিস করতে চাননি। তাই অনুষ্ঠান দেখা গেল বিপুল জনসমাগম।

ছবি সম্পর্কে পরিচালক সৃজিত মুখার্জি বলেন, "বাংলা ছবিকে নিয়ে আমার লড়াই ২০১০ সাল থেকে চলছে। আমি সবসময় চেষ্টা করেছি ভালো শো টাইম। ভালো সিনেমা হল পাওয়ার জন্য। গল্পটা এতই মজবুত যে সবারই ভালো লাগবে ছবিটা। আর দর্শকের কাছে আমাদের একটাই চাওয়া যে আপনারা আমাদের ছবিটার পাশে দাঁড়ান।"

টিম 'ভিঞ্চি দা'
অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেন, "বাংলা আধুনিক ছবির ক্ষেত্রে দেখা গেছে ভালো গল্প।, ভালো অভিনয় দেখে কিন্তু দর্শক বাড়ির বাইরে বেরিয়ে আসছেন। আমাদের চেনা জানা যে টলিউডে থ্রিলারধর্মী ছবিগুলি হয় তার থেকে একদম আলাদা ধরনের। গল্পের শুরুটা আমি লিখেছিলাম কিন্তু তার পরে এটাকে সিনেমার রূপ দেয় সৃজিত। বলিউড ও হলিউডে আজ পর্যন্ত মেকআপ আর্টিস্ট ও তার সঙ্গে আবার থ্রিলার, একসঙ্গে এই দুটোকে কেন্দ্র করে কোনও ছবি হয়েছে বলে আমার তো জানা নেই। তাই আমার মনে হয় এটা খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। যেটা বাংলা থেকে জন্ম নিল এবং সারা পৃথিবীর কাছে এই বার্তাটা যাবে।"
Last Updated : Apr 10, 2019, 12:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details