কলকাতা : কয়েকদিন আগেই সেরা বাংলা ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে 'এক যে ছিল রাজা' । এবার খবর এল ব্রিসবেনে আয়োজিত 13 তম এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে মনোনীত হয়েছে 'ভিঞ্চি দা' । তাই এই মাসটা তাঁর জন্য অনেক ভালো বলেই জানালেন পরিচালক সৃজিত মুখার্জি ।
ব্রিসবেনে পাড়ি দিচ্ছে সৃজিতের 'ভিঞ্চি দা'
ফিঙ্গার ক্রসড করে রেখেছেন পরিচালক সৃজিত মুখার্জি । জানালেন, এই মাসটা তাঁর জন্য খুব ভালো । 'এক যে ছিল রাজা'-র জাতীয় পুরস্কার জেতার পর এবার 'ভিঞ্চি দা' পাড়ি দিল ব্রিসবেনে ।
ভিঞ্চি দা
ETV ভারত সিতারাকে সৃজিত বলেন, "খুব ভালো লাগছে । এই মাসটা আমার জন্য খুব ভালো । কিছুদিন আগে এক যে ছিল রাজা জাতীয় পুরস্কার পেল । গুমনামির টিজ়ার বেরোল । আশা করি, আগামী মাসগুলিতেও কিছু ফেস্টিভালে ভিঞ্চি দা, গুমনামির সিলেকশনস হবে । তাই ফিঙ্গার ক্রসড ।"
এবছরের 12 এপ্রিল মুক্তি পেয়েছিল 'ভিঞ্চি দা' । ছবিতে অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্য ।