সৃজিত বললেন, "এই ছবিটা ঠিক এরকম নয় যে কে খুন করেছেন বোঝা যাচ্ছে না। তবে কীভাবে খুনগুলো করা হল সেটাই দেখার। ছবিটা খুবই ভায়োলেন্ট। রাজকাহিনির পর এই ছবিতেই আমি এতটা ভায়োলেন্স দেখিয়েছি।"
রুদ্রনীল বললেন, "লেখালেখির জন্যই এই ইন্ডাস্ট্রিতে আসা আমার। তবে তখন আমি লিখতাম আর অন্য কারোর নাম যেত। তারপর অভিনেতা হিসেবে আমার পরিচিতি বাড়ে।" কিন্তু, লেখালেখি পিছু ছাড়েনি। মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর জীবন নিয়ে এই ছবির গল্প রুদ্রনীলেরই মস্তিষ্কপ্রসূত। তিনি বললেন তাঁর রিয়েল লাইফ অভিজ্ঞতার কথা, যা তাঁকে এই গল্প লিখতে বাধ্য় করেছে।