মুম্বই : 10 বছরের ছোট্ট ধুনু স্বপ্ন দেখে একটি গিটার কেনার । ধুনুর স্বপ্নের সঙ্গে একাত্ম হয়ে গেছিল প্রেক্ষাগৃহের দর্শক । এবার অসমে স্কুলের ছোটো ছোটো ছেলে-মেয়েরাও সেই স্বাদ পেতে চলেছে । কারণ তাদের ইংরেজি টেক্সট বইতে জায়গা করে নিয়েছে রিমা দাস পরিচালিত 'ভিলেজ রকস্টার' । ধুনুর স্বপ্ন পূরণের গল্প এখন বইয়ের পাতাতেও ।
এই প্রসঙ্গে IANS-এর সঙ্গে কথা বললেন রিমা । তিনি বললেন, "আমার বাবা স্কুল টিচার ছিলেন, আমার মায়ের একটা প্রেস ছিল । আমারও বড় হয়ে শিক্ষিকা হওয়ার কথা ছিল । আমার পরিবারে পড়াশোনার গুরুত্ব সবসময়েই বেশি । তাই এই ছবির সমস্ত অ্যাচিভমেন্টর মধ্যে টেক্সট বইয়ে জায়গা করে নেওয়াটাই বাবা-মায়ের কাছে সবথেকে গর্বের ব্যাপার ।"