পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এবার স্কুলের পাঠ্য বইতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফিল্ম 'ভিলেজ রকস্টার' - আসামের টেক্সট বুকে ভিলেজ রকস্টার

রিমা দাস পরিচালিত 'ভিলেজ রকস্টার' জায়গা করে নিল অসমের স্কুলগুলির ইংরেজি পাঠ্য বইতে । জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই ছবি 2019 সালে অস্কারের মঞ্চে ভারতের অফিশিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়।

Village Rockstars in Assam English text book
Village Rockstars in Assam English text book

By

Published : Feb 12, 2020, 7:11 PM IST

মুম্বই : 10 বছরের ছোট্ট ধুনু স্বপ্ন দেখে একটি গিটার কেনার । ধুনুর স্বপ্নের সঙ্গে একাত্ম হয়ে গেছিল প্রেক্ষাগৃহের দর্শক । এবার অসমে স্কুলের ছোটো ছোটো ছেলে-মেয়েরাও সেই স্বাদ পেতে চলেছে । কারণ তাদের ইংরেজি টেক্সট বইতে জায়গা করে নিয়েছে রিমা দাস পরিচালিত 'ভিলেজ রকস্টার' । ধুনুর স্বপ্ন পূরণের গল্প এখন বইয়ের পাতাতেও ।

এই প্রসঙ্গে IANS-এর সঙ্গে কথা বললেন রিমা । তিনি বললেন, "আমার বাবা স্কুল টিচার ছিলেন, আমার মায়ের একটা প্রেস ছিল । আমারও বড় হয়ে শিক্ষিকা হওয়ার কথা ছিল । আমার পরিবারে পড়াশোনার গুরুত্ব সবসময়েই বেশি । তাই এই ছবির সমস্ত অ্যাচিভমেন্টর মধ্যে টেক্সট বইয়ে জায়গা করে নেওয়াটাই বাবা-মায়ের কাছে সবথেকে গর্বের ব্যাপার ।"

রিমা দাস

অসমের স্কুলগুলোর সপ্তম শ্রেণির টেক্সট বইয়ে ছবিটির গল্প প্রিন্ট করা হবে । নাম হবে 'ধুনু'স গিটার (Dhunu's Guitar)' ।

2019 সালের এপ্রিল মাস থেকেই অসমের মিডল স্কুলগুলোর সিলেবাসকে আরও উন্নত করার জন্য তৈরি হয় একটি টিম, নাম SCERT । ডক্টর মিজ়ো প্রভা বোরার তত্ত্বাবধানে সেই টিমের অন্যতম সদস্য প্রফেসর পদ্মিনী বরুয়ার মনে আসে এই আইডিয়ার কথা । তিনি মনে করেন যে, রিমা দাসের এই জার্নির কথা অসমের ছোটো ছোটো শিশুদের জানা উচিত ও অসমকে এভাবেই চেনা উচিত ।

ছবির দৃশ্য..

উচ্ছ্বসিত রিমা বলেন, "আমার এটা ভেবেই ভালো লাগছে যে, আমার ফিল্মমেকিংয়ের জার্নির কথা জানতে পারবে অসমের বাচ্চারা । এভাবেই তৈরি হবে পরবর্তী প্রজন্মের পরিচালকরা, আশা আমার ।"

ABOUT THE AUTHOR

...view details