ধর্মশালা, 19 ফেব্রুয়ারি: বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন অভিনেতা বিক্রান্ত মেসি এবং অভিনেত্রী শীতল ঠাকুর ৷ শুক্রবার হিমাচল প্রদেশে পারম্পরিক রীতি মেনে মন বিনিময় সেরে ফেললেন তাঁরা ৷ তাঁদের বিবাহের বেশ কিছু ছবি এবং ভিডিয়ো এখন রীতিমত ভাইরাল সামাজিক মাধ্য়মে (Vikrant Massey Sheetal Thakur wedding pictures)৷
এই বিশেষ দিনে বিক্রান্ত সেজেছিলেন সাদা শেরওয়ানিতে , আর অন্য়দিকে নববধু শীতলের পরনে ছিল লাল লেহেঙ্গা ৷ বিক্রান্ত এবং শীতল দুজনেই একসঙ্গে পর্দায় এসেছিলেন 'ব্রোকেন বাট বিউটিফুল' নামক একটি ওয়েব সিরিজের প্রথম মরশুমে ৷ কাজের সুত্রের একে অপরের আরও কাছাকাছি চলে আসেন তাঁরা ৷ যদিও তাঁদের মধ্য়ে ডেটিং চলছিল বেশ কয়েক বছর আগে থেকেই ৷ 2019 সালেই বাগদান সেরে ফেলেছিলেন তাঁরা ৷ যদিও কোভিডের কারণে তাঁদের বিয়ের পরিকল্পনা পিছিয়ে গিয়েছিল বেশ কয়েক বছর ৷