মুম্বই, 10 জানুয়ারি: হৃত্বিক রোশনের (Hrithik Roshan's first look in Vikram Vedha) আপকামিং নিও-নয়ার অ্যাকশন ক্রাইম থ্রিলার বিক্রম বেদার মুক্তির তারিখ ঘোষণা করলেন নির্মাতারা ৷ জানালেন আগামী 30 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে এই ছবি ৷ অভিনেতার 48তম জন্মদিনে (hrithik roshan 48th birthday) শুধু এই ঘোষণাই নয়, প্রকাশ করা হল হৃত্বিকের ফার্স্ট লুকও (Vikram Vedha release) ৷
ছবিতে হৃত্বিকের চরিত্রের নাম বেদা (hrihtik roshan as vedha) ৷ তিনি একজন গ্যাংস্টার ৷ প্রোডাকশন হাউস টি-সিরিজ তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে আজ লিখেছে, "হৃত্বিক রোশনকে জানাই শুভ জন্মদিন ৷ আনন্দের সঙ্গে বিক্রম বেদায় বেদার ফার্স্ট লুক প্রকাশ করছি ৷ এই ছবি 2022 সালে 30 সেপ্টেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ৷"
আরও পড়ুন:Hrithik Roshan Birthday : তোতলাতেন, আক্রান্ত হয়েছিলেন স্কোলিওসিসে ; আজ তিনি ইন্ডাস্ট্রির গ্রিক গড