মুম্বই, 27 অক্টোবর :বলিউডের বাতাসে এখন জোর গুঞ্জন আরও এক সেলিব্রিট জুটির বিয়ে নিয়ে ৷ শোনা যাচ্ছে, চলতি বছরের শেষে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন ভিকি কৌশল (Vicky Koushal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ৷ ডিসেম্বরেই তাঁরা বিয়েটা সেরে ফেলবেন বলে খবর রটেছে ৷ জানা গিয়েছে, বিয়েতে সব্যসাচীর ডিজাইন করা পোশাকে সেজে উঠবেন সেলেব কাপল ৷
গত অগস্ট মাসেই ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ তাঁদের রোকা সেরে ফেলেছেন বলে খবর রটেছিল ৷ শোনা যায়, গোপনে রোকা করেছেন তাঁরা ৷ সেই অনুষ্ঠানের একটি ছবি প্রকাশ্যে চলে আসায় তা নিয়েই শুরু হয়েছিল জল্পনা ৷ তবে ভিকি বা ক্যাটরিনা কেউই সেই খবর নিয়ে একটা শব্দও খরচ করেননি ৷ সে রকমই চুপিসাড়ে এ বার তাঁরা বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে জোর জল্পনা শুরু হয়েছে ৷ বিভিন্ন সংবাদমাধ্যমে যে খবর ঘোরাফেরা করছে যে, হয় নভেম্বরের শেষ বা ডিসেম্বরের শুরুতেই বিয়ে করছেন সেলিব্রিটি জুটি ৷
আরও পড়ুন:বি-টাউনের চর্চিত লাভ বার্ডস, যাদের বিয়ে নিয়ে কৌতুহল ভক্তমহলে
বিশেষ সূত্রের মারফত জানা গিয়েছে, তাঁদের বিয়ের পোশাক তৈরি করছেন প্রখ্যাত ডিজাইনার সব্যসাচী ৷ বর্তমানে পোশাকের ফ্যাব্রিক বাছাইয়ের কাজ চলছে বলে খবর ৷ শোনা যাচ্ছে, বিয়েতে লেহেঙ্গা পরবেন ক্যাটরিনা ৷ তার জন্য তিনি নাকি র সিল্ক মেটিরিয়াল বেছে নিয়েছেন ৷ বলিউডের আনাচে কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে ভিকি ও ক্যাটরিনার বিয়ের খবর ৷ তবে দুই অভিনেতা এ ব্যাপারে এখনও নীরব ৷ একসঙ্গে ছুটি কাটাতে গেলেও একসঙ্গে কোনও ছবি তাঁরা পোস্ট করেননি ৷ বিভিন্ন সময়ে ক্যাটরিনার বাড়িতে যাতায়াত করতে দেখা গিয়েছে ভিকিকে ৷ সম্প্রতি ভিকির 'সর্দার উধম'-এর স্ক্রিনিংয়ে জনসমক্ষে আলিঙ্গন করতে দেখা গিয়েছে এই জুটিকে ৷ চলতি মাসের শুরুতে একটি সাক্ষাৎকারে ভিকি জানিয়েছিলেন, শিগগিরই তিনি বাগদান করতে চলেছেন ৷