পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Vicky Katrina at Apoorva Mehta birthday : অপূর্ব মেহতার জন্মদিনের পার্টিতে নজর কাড়লেন ভি-ক্য়াট - অপূর্ব মেহতার জন্মদিনের পার্টিতে নজর কাড়লেন ভি ক্য়াট

ধর্ম প্রোডাকশনসের সিইও অপূর্ব মেহতার জন্মদিনের পার্টিতে বলিজুটি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের গ্রান্ড এন্ট্রি রীতিমত অবাক করে দিল অনুরাগীদের (Vicky Kaushal Katrina Kaif at Apoorva Mehta birthday bash) ৷

Vicky Katrina at Apoorva Mehta birthday
অপূর্ব মেহতার জন্মদিনের পার্টিতে নজর কাড়লেন ভি ক্য়াট

By

Published : Mar 18, 2022, 1:33 PM IST

মুম্বই, 18 মার্চ :ধর্ম প্রোডাকশনসের সিইও অপূর্ব মেহতার জন্মদিনে নিজেদের গ্রান্ড এন্ট্রি দিয়ে সকলকে অবাক করে দিলেন বলিউডের নতুন তারকা জুটি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ ৷ একদিকে যেমন ক্যাটরিনার নীল পরীর সাজ সকলকে মোহিত করেছে, তেমনই আকর্ষণীয় ছিল ভিকির পোশাকও ৷ তাঁর কালো ফ্লোরাল প্রিন্ট ব্লেজার এদিন অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে ৷

এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতে না আসতেই প্রশংসা বর্ষণ শুরু করেছেন অনুরাগীরা ৷ যেমন একজন নেটিজেন লেখেন, "ওদের দু‘জনকে একসঙ্গে ভীষণ 'হট' লাগে ৷ " অপূর্ব মেহতার এই জন্মদিনের পার্টিতে ভিকি ক্য়াটরিনা ছাড়াও ছিলেন অনন্যা পান্ডে, সঞ্জয় কাপুর এবং তার স্ত্রী মাহিপ কাপুর, ববি দেওল, নুশরাত ভরুচা, গৌরী খান, আরিয়ান খান এবং অন্যান্যরা (Celebs at Apoorva Mehta birthday bash )।

আরও পড়ুন : ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর জন্য ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা কেন্দ্রের

কাজের ক্ষেত্রে দেখতে গেলে আগামীতে ভিকিকে দেখা যাবে লক্ষণ উটেকরের নতুন রোমান্টিক ছবিতে ৷ যদিও এই ছবির এখনও নাম ঠিক হয়নি ৷ খবর অনুযায়ী তাঁর পরের ছবিতে তৃপ্তি ডিমরির সঙ্গে অভিনয় করবেন ভিকি ৷ অন্যদিকে ক্যাটরিনার নতুন ছবি 'টাইগার 3' এর অ্যানাউন্সমেন্ট ভিডিয়ো ইতিমধ্যেই সামনে এসেছে ৷ এই ছবিতে বলিউডের ভাইজানের সঙ্গে ফের একবার জুটি বাঁধছেন অভিনেত্রী ৷

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details