পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Vicky Katrina wedding: ভিকি-ক্যাটের বিয়ের জল্পনার অবসান ! আজ-কালের মধ্যেই কোর্ট ম্যারেজ - ভিকি ক্যাটরিনার বিয়ে নিশ্চিত

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে (Vicky Katrina wedding) নিয়ে জল্পনার এক প্রকার অবসান হল ৷ বিয়েটা যে রাজস্থানে হতে চলেছে তা প্রায় নিশ্চিত (katrina vicky wedding confirm)৷ হাই প্রোফাইল বিয়ের আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে বৈঠক (katrina vicky DM letter) করছে জেলা প্রশাসন (district collector calls for a meet)৷

vicky-katrina-wedding-speculations-end-as-district-collector-calls-for-a-meet
ভিকি-ক্যাটের বিয়ের জল্পনার অবসান ! আজ-কালের মধ্যেই কোর্ট ম্যারেজ

By

Published : Dec 3, 2021, 10:29 AM IST

হায়দরাবাদ, 3 ডিসেম্বর : প্রায় দোরগোড়ায় মাহেন্দ্রক্ষণ ৷ বলিউডে জোর খবর যে, রাজস্থানের সোয়াই মাধোপুরে সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারায় বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন বলিউডের সেলিব্রিটি জুটি ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও ভিকি কৌশল (Vicky Kaushal) ৷ 7 থেকে 9 ডিসেম্বর বসার কথা আনুষ্ঠানিক বিয়ের আসর ৷ আজ-কালের মধ্যেই হওয়ার কথা আইনি বিয়ে ৷ তবে তাঁরা নিজেরা এখনও এই নিয়ে মুখ খোলেননি ৷ বিয়ের (Vicky Katrina wedding) আয়োজন থেকে শুরু করে আমন্ত্রিতের তালিকা - সবেতেই গোপনীয়না বজায় রেখে চলেছেন তাঁরা ৷ তবে এবার বলিউডে চলা গুঞ্জন একপ্রকার নিশ্চিতই (katrina vicky wedding confirm) হয়ে গেল রাজস্থান জেলা প্রশাসনের একটি চিঠি ভাইরাল হওয়ায় ৷

সোয়াই মাধোপুরের ডিস্ট্রিক্ট কালেক্টর (Katrina DM letter) ওই চিঠি দিয়ে একটি বৈঠকের (district collector calls for a meet) ডাক দিয়েছেন ৷ শুক্রবার বেলা 10.15 নাগাদ সেই বৈঠক ৷ পুলিশ সুপার, বন দফতরের রেঞ্জার, হোটেলের প্রতিনিধি ও অন্যান্য কর্মীদের সেই বৈঠকে (katrina vicky DM letter) ডাকা হয়েছে ৷ বলিউডের হাই প্রোফাইল জুটির বিয়ের আগে শান্তি শৃঙ্খলায় কোনওপ্রকার ফাঁক-ফোঁকর রাখতে রাজি নয় প্রশাসন ৷ সে জন্যই বৈঠক ডেকে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি ও জনতাকে নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা খতিয়ে দেখতে এই গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে বলে খবর ৷

আরও পড়ুন:Vicky Katrina wedding: জানা গেল ভিকি-ক্যাটরিনার বিয়ের তারিখ, সঙ্গীতে কোরিয়োগ্রাফার ফারহা-করণ

বিয়ের (katrina vicky wedding) কোনও ছবি বা ভিডিয়ো যাতে ফাঁস না-হয়ে যায়, তা নিশ্চিত করতে কড়া হাতে বিষয়টি দেখছে তারকা জুটির ব্যক্তিগত টিম ৷ সংবাদমাধ্যমে খবর যে, শুক্রবারই আইনি বিয়েটা (Vicky Katrina court marriage) সেরে ফেলবেন ভিকি-ক্যাট ৷ স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে হওয়ার কথা ৷ কোর্ট ম্যারেজ হয়ে যাওয়ার পর এই তারকা জুটি সপ্তাহশেষে রাজস্থানে উড়ে যাবেন বলে জানা গিয়েছে ৷ সঙ্গে যাবেন তাঁদের পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয় পরিজনেরা ৷ জানা গিয়েছে, 7 ডিসেম্বর সঙ্গীত, 8 ডিসেম্বর মেহেন্দি-হলুদ অনুষ্ঠান এবং 9 তারিখ বিয়ে । বলা হচ্ছে, বিয়ের ছবির জন্য আন্তর্জাতিক ম্যাগাজিনের সঙ্গেও চুক্তি করেছেন এই ভিকি ও ক্যাট ।

আরও পড়ুন:Katrina Kaif Vicky Kaushal Marriage: আগে কোর্টেই বিয়ে সারবেন ভিকি-ক্যাটরিনা ! তারপর ডেস্টিনেশন জয়পুর

কফি উইথ করণ টিভি শোতে একটি এপিসোডের পরই ভিকি ও ক্যাটের রোম্যান্স নিয়ে গুঞ্জন শুরু হয় ৷ সেখানে ক্যাটরিনা বলেছিলেন, তিনি ভিকির সঙ্গে কাজ করতে চান, তাঁদের একসঙ্গে ভালো মানাবে ৷ এটা শুনে আনন্দে আপ্লুত হন ভিকি ৷ এরপরই বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায় ৷ সম্প্রতি ভিকির ছবি সর্দার উধমের স্পেশাল স্ক্রিনিং-এও দেখা গিয়েছিল ক্যাটকে ৷ দীপাবলিতে চিত্রনির্মাতা কবীর খানের বাড়িতে চুপিসারে রোকা সেরে ফেলেছেন ভিকি ও ক্যাটরিনা ৷ এবার রাজকীয় বিয়েতে চার হাত এক হওয়ার পালা ৷

আরও পড়ুন:Vicky-Katrina Marriage: ডিসেম্বরেই বিয়ে ভিকি-ক্যাটরিনার, সাজবেন সব্যসাচীর পোশাকে !

ABOUT THE AUTHOR

...view details