জয়পুর, 7 ডিসেম্বর:দীর্ঘ অপেক্ষার অবসান ৷ এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ ৷ আজ থেকেই রাজস্থানের কেল্লায় রাজকীয় বিয়ের পর্ব (Vicky Katrina wedding) শুরু হতে চলেছে বলিউডের তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের (Katrina Kaif Vicky Kaushal Marriage)৷ সাজো সাজো রব সিক্স সেনসেস কেল্লায় ৷ মেহেন্দি, সঙ্গীত সেরে 9 ডিসেম্বর বসবে মূল বিয়ের আসর ৷ সোমবার রাতেই জয়পুর পৌঁছে গিয়েছেন ভিকি ও ক্যাট ৷ বিয়ের আগে রণথম্বোর কেল্লার শতাব্দী প্রাচীন গণেশ মন্দিরে তাঁরা পুজো দিতে যাবেন বলে জানা গিয়েছে ৷
7 থেকে 9 ডিসেম্বর ৷ তিনদিন ধরে রাজকীয় বিয়ের পর্ব (wedding festivity begins) চলবে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের ৷ তাঁরা নিজে মুখে কোনও কথা স্বীকার না করলেও অনেকদিন আগে থেকেই একে একে সামনে আসছে তাঁদের বিয়ে সংক্রান্ত নানা খবর ৷ জানা গিয়েছে, যাবতীয় আচার মেনে বিয়ে হতে চলেছে ৷ বিরাট আয়োজনের সাক্ষী থাকবেন 120 জন মতো অতিথি ৷ পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়-পরিজনেরাই আমন্ত্রিত ৷ বলিউড ও অন্যান্য ক্ষেত্রের বাকি বন্ধুবান্ধবদের জন্য বিয়ের পরে থাকবে রিসেপশন পার্টি ৷
আরও পড়ুন:Vicky Katrina wedding : সাদা শাড়ি, খোলা চুল ; বিয়ের আগে ভিকির বাড়িতে ক্যাটরিনা
সোমবার রাতেই জয়পুর পৌঁছে যান তারকা জুটি ৷ সারারার সাজে দেশি লুকে দেখা গিয়েছে ক্যাটসুন্দরীকে (Katrina Kaif Marriage)৷ ভিকিকেও ক্যামেরাবন্দি করেছেন চিত্রসাংবাদিকরা ৷ তাঁর পরনে ছিল প্রায় একই রঙের শার্ট ৷ সপরিবারে বিয়ের আসরে পৌঁছে গিয়েছেন তারকা জুটি ৷ জানা গিয়েছে, বিয়ের আগে তাঁরা 1500 ফিট উচ্চতায় রণথম্বোর কেল্লার শতাব্দী প্রাচীন ত্রিনেত্র গণেশ মন্দিরে (Trinetra Ganesh Temple) আশীর্বাদ নিতে যাবেন ৷ এ ছাড়াও রয়েছে নানা পরিকল্পনা ৷ শোনা যাচ্ছে, সাত ঘোড়ার গাড়িতে সওয়ার হয়ে বরযাত্রী নিয়ে বিয়ের আসরে গ্র্যান্ড এন্ট্রি হবে ভিকি কৌশলের (Vicky Kaushal Marriage)৷ তবে তাঁদের বিয়ের পর্ব শুরু হবে ঝাঁ চকচকে 'সঙ্গীত' দিয়ে ৷ সেখানে 'কালা চশমা'র সুরে কোমর দোলাতে দেখা যেতে পারে হবু বর-কনেকে ৷ 2016 সালে 'বার বার দেখো' ফিল্মে এই গানে নেচে ঝড় তুলেছিলেন ক্যাটরিনা কাইফ ৷
আরও পড়ুন :Vicky-katrina wedding : সেজে উঠেছে জয়পুরের দুর্গ, ভিক্যাটের জমকালো বিয়েতে অতিথি তালিকায় চমক
রয়েছে আরও নানা পরিকল্পনা ৷ একে একে সব প্যান্ডোরার বাক্স থেকে বের হবে বলে আশায় রয়েছেন ভিকি ও ক্যাটের ভক্তরা ৷ নতুন জীবন শুরু করার আগে আমাদের তরফেও তাঁদের জন্য রইল শুভেচ্ছা ৷
আরও পড়ুন :Vicky Katrina wedding: রাজকীয় এন্ট্রির পরিকল্পনা, কীভাবে ক্যাটকে বিয়ে করতে যাবেন ভিকি ?